ভারতীয় সাংবাদিককে মাশরাফির 'ইংলিশ প্লিজ'
আগামী ৬ মার্চ মাইক্রোম্যাক্স এশিয়া কাপ টি২০ ২০১৬ এর ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ভারত। ফাইনালে ওঠার পরই ভারতীয় সাংবাদিকদের অন্যতম আগ্রহের কেন্দ্রের নাম ‘মাশরাফি বিন মর্তুজা’। অধিনায়ক কি বলবেন সেটাই গুরুত্বপূর্ণ সেদেশের সাংবাদিকদের কাছে। কিন্তু শুক্রবার টাইগারদের অনুশীলনের পর ঘটলো ভিন্ন রকমের ঘটনা।
অনুশীলনে মূলত ব্যাটিংয়েই বেশি মনোযোগী ছিলেন মাশরাফি। অনুশীলনের পর মাশরাফির সামনে ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকরা। এক ভারতীয় টেলিভিশনের সাংবাদিককে শুরুতেই ” ইংলিশ প্লিজ” বলে ইংরেজীতে কথা বলার অনুরোধ জানান মাশরাফি।
Also Read - অন্যতম অবদান মাশরাফিরঃ আল-আমিনইংরেজী ছাড়া কথা বলবেন না এই নড়াইল এক্সপ্রেস। তারপরও হিন্দিতে কথা বলার চেষ্টা ভারতীয় সাংবাদিকের। মাশরাফি এবার চট করে ক্যামেরার ফ্রেম থেকে সরে যান। এরপর ওই সাংবাদিকের সাথে প্রশ্নোত্তর পর্বে শুরুতে ইংরেজীতে কথা বললেও আবার হিন্দিতে কথা বলেন ওই ভারতীয় সাংবাদিক। হিন্দিতে প্রশ্ন করলে মাশরাফির সাড়া পেলেন না তিনি।
পরে ভারতের পশ্চিম বঙ্গের কলকাতার কিছু সাংবাদিক বাংলাতে মাশরাফির সাক্ষাতকার নেন।
-রাফিন, প্রতিবেদক, বিডিক্রিকটিম ডট কম