Scores

‘ভারতীয়দের রসিকতাবোধের অভাব আছে’

সুনীল গাভাস্কারের এক মন্তব্যে উত্তাল বিরাট কোহলি ও আনুশকা শর্মার সমর্থকেরা। গাভাস্কার আসলে কী অর্থে কথাটি বলেছেন তা ব্যাখা করার পরেও সামাজিক যোগাযোগমাধ্যমে এসব সমর্থকদের কথার ধার থেকে নিস্তার মিলছে না। সমর্থকদের এমন আচরণে সাবেক ক্রিকেটার ফারুক ইঞ্জিনিয়ার বললেন ভারতীয়দের আসলে রসিকতাবোধের (সেন্স অব হিউমার) অভাব আছে।

'ভারতীয়দের রসিকতাবোধের অভাব আছে'

কিছু দিন আগে ভারতীয় সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলেছিলেন, ভারতীয়রা ইংরেজি কম বুঝে। ফলে তারা কথার আসল অর্থ না বুঝে ভিন্ন অর্থ বের করে এবং বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ঠিক সেরকমই আরেকটা অভিযোগ আনলেন দেশটির সাবেক ক্রিকেটার ফারুক। এবারে তিনি ভারতীয়দের বোধশক্তি নিয়ে কথা বললেন।

Also Read - ক্রিকেট নয় যেন রেসলিং খেলতে মাঠে নামেন রাসেল!


আইপিএলের ত্রয়োদশ আসরের প্রথম দুই ম্যাচে কোহলির ব্যাটিং দেখার পরে গাভাস্কার বলেছিলেন, লকডাউনে মনে হয় কোহলি শুধু আনুশকার বোলিংয়ের বিপক্ষেই ব্যাটিং অনুশীলন করেছিলেন। তার এই মন্তব্য করার কারণ লকডাউনের সময়কালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা ভিডিও দেখা গিয়েছিল যেখানে বাসার ভেতরেই ক্রিকেট খেলছিলেন কোহলি ও আনুশকা।

গাভাস্কারের এই মন্তব্যে ভুল কিছু দেখেন না ভারতের এই বয়োজ্যেষ্ঠ সাবেক ক্রিকেটার। বরং ভারতীয়দের স্বভাবের সমালোচনাই করলেন তিনি। ফারুক বলেন,

‘আমাদের ভারতীয়দের রসিকতাবোধের অভাব আছে। সুনীল যদি আনুশকা ও বিরাটের সম্পর্কে এই কথা বলেই থাকে তাহলে সে অবশ্যই রসিকতা করেই বলেছে। কুরুচিপূর্ণ কিংবা হেয় করে নয়। সুনীলকে আমি ভালো করেই চিনি। সে এটা মজা করেই বলেছে। এমনকি আমার সাথেও এমন ঘটনা ঘটেছিল এবং মানুষ খুবই গুরুতরভাবে নিয়েছিল।’

বিরাটের ব্যাটিংয়ের সমালোচনা করাতেও ভুল কিছু দেখছেন না তিনি, ‘আনুশকা ভারতীয় অধিনায়ক বিরাটের স্ত্রী। আমি বা সুনীল কেন তার নামে খারাপ কথা বলব? দেখুন, রোহিত প্রথম ম্যাচে ভালো করতে পেরেছিল না, বিরাট পারেনি, ধোনিও পারছে না। এসব অনুশীলনের অভাবেই। সেইজন্যই কথাটা উঠেছে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

করোনা মোকাবেলায় কোহলি-আনুশকার বিরাট অঙ্কের অনুদান

এত সুন্দরী স্ত্রী নিয়েও কোহলির কেন হতাশা, প্রশ্ন ফারুখ ইঞ্জিনিয়ারের

সন্তানের নাম প্রকাশ করলেন কোহলি-আনুশকা

জল্পনার অবসান ঘটিয়ে কোহলি-আনুশকার ঘরে এল নতুন অতিথি

কোহলিকে ছুটি দিতে প্রস্তুত বিসিসিআই