Scores

ভারতীয়রা ইংরেজি বোঝেন না, সমালোচনা সামলাতে পারেন না- দাবি মাঞ্জরেকারের

খেলোয়াড়দের নিয়ে আপত্তিকর মন্তব্য করে বসেন- এই অভিযোগে আইপিএলের ধারাভাষ্য প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকারকে। তবে আইপিএলের অফিসিয়াল ধারাভাষ্য কক্ষ থেকে জায়গা হারিয়েও ব্যথিত নন এই আলোচিত ক্রিকেট বিশ্লেষক।

ক্ষমা চেয়েও লাভ হল না মাঞ্জরেকারের

রবীন্দ্র জাদেজাকে ‘বিটস অ্যান্ড পিসেস’ বলার পর মাঞ্জরেকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলেন অনেক সমর্থক। এরপর বিসিসিআইও তার উপর ক্ষুব্ধ হয়। শেষপর্যন্ত তাকে ধারাভাষ্য প্যানেল থেকেই ছাঁটাই করা হয়।

Also Read - আইপিএলে ফিক্সিং রুখতে বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়েরমাঞ্জরেকারের দাবি, ভারতীয়রা সমালোচনা সামলাতে পারেন না বলেই এসব বিতর্কের জন্ম হয়। এছাড়া ইংরেজি বুঝতে না পারাকেও তাকে ঘিরে তৈরি হওয়া এসব বিতর্কের কারণ বলে অভিহিত করেন মাঞ্জরেকার।

তিনি বলেন-

‘আমরা ভারতীয়রা সমালোচনার ক্ষেত্রে খুবই স্পর্শকাতর। আরেকটি সমস্যা হল- বেশিরভাগ মানুষই ইংরেজি ভুলভাবে বোঝে। বেশিরভাগ মানুষের কাছে এটি দ্বিতীয় ভাষা নয়। তাই আমার অনেক কথাই মানুষ ভুল বোঝে।’

নিজের দাবির পক্ষে উদাহরণও দাঁড় করিয়েছেন মাঞ্জরেকার। তিনি বলেন, ‘আমি যখন বলেছিলাম টেন্ডুলকার সম্পর্কিত ইস্যুগুলো ‘হোয়াইট ইলিফ্যান্ট ইন দ্যা রুম’ এর মত, সবাই ভেবেছে আমি তাকে সাদা হাতি বলেছি। বটস অ্যান্ড পিসেস বলায় মানুষ ভেবেছে আমি খেলোয়াড়টিকে খাটো করেছি। কিন্তু আমি যদি অ-বিশেষজ্ঞ বলতাম তাহলে এত হইচই হতই না।’

ইংলিশ ধারাভাষ্যকার নাসের হোসেন ভারতীয় ক্রিকেটারদের ধীরগতির ফিল্ডিংয়ে উদ্দেশ্য করে ‘ডাঙ্কিস অন দ্যা ফিল্ড’ বলে অভিহিত করেছিলেন। এতে রীতিমত ক্ষেপে গিয়েছিলেন ভারতীয়রা। অথচ ইংরেজি কথাবার্তায় ধীরগতির কার্যক্রম বোঝাতে এটি খুবই প্রচলিত শব্দগুচ্ছ- এমনটি উল্লেখ করে মাঞ্জরেকার বলেন, ‘ইংরেজিতে মূল্যায়ন করতে গেলে এটি বড় এক সমস্যা হয়ে দাঁড়ায়। আমরা তো ধরেই নিই সবাই আমাদের কথা বুঝতে পারছে।’

আইপিএলের ধারাভাষ্য প্যানেল থেকে জায়গা হারালেও মাঞ্জরেকার ইএসপিএনক্রিকইনফোর সাথে আইপিএল নিয়ে কাজ করবেন। লিখবেন কলাম, একটি টিভি শো-তেও অংশ নেবেন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

জার্সিতে কিছু যায় আসে না স্টোকসের

রেকর্ড গড়ার ম্যাচে গেইলের জরিমানা

যুক্তরাজ্যে ইপিএলের চেয়েও আইপিএলের দর্শক বেশি!

কোন টুর্নামেন্টে কত ছক্কা হাঁকিয়েছেন গেইল?

অভিনন্দনের জোয়ারে ভাসছেন ‘টি-টোয়েন্টির ব্র্যাডম্যান’