Scores

ভারতীয় অধিনায়ক ‘নিপাট ভদ্রলোক’!

বিগত কয়েকদিন ধরে আলোচনায় বিরাট কোহলির উদ্ধত আচরণ। সুন্দর আচরণ না করার কারণে অতীতে অনেকবারই খবরের শিরোনাম হয়েছেন ভারতীয় অধিনায়ক। তবে এরপর অনেকটাই শুধরেছিলেন নিজেকে।

ভারতীয় অধিনায়ক ‘নিপাট ভদ্রলোক’!

কিন্তু সাম্প্রতিক সময়ে আবারও যেন মাথাচাড়া দিয়ে উঠেছে কোহলির ‘পুরনো রোগ’। ভক্তকে একহাত নিচ্ছেন তো মাঠে প্রতিপক্ষকে বাজেভাবে স্লেজিং করছেন; এমনটি আর করবেন না- প্রতিশ্রুতি দেওয়ার পরও! সবকিছু মিলিয়ে কোহলি ইদানীং নেতিবাচক খবর হয়েই পাঠকের সামনে আবির্ভূত হচ্ছেন বেশি।

তবে ভারত জাতীয় দলের কোচ ও দেশটির সাবেক ক্রিকেটার রবি শাস্ত্রীর কাছে কোহলি একজন নিপাট ভদ্রলোক! শুধু তা-ই নয়, কোহলির আচরণে অন্যরা কী সমস্যা খুঁজে পাচ্ছেন শাস্ত্রী নাকি জানেন না সেটিই!

Also Read - স্মিথকে ‘অস্ট্রেলিয়ার কোহলি’ আখ্যা দিলেন ল্যাঙ্গার


মেলবোর্নে দলের অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন শাস্ত্রী। এ সময় কোহলির পরোক্ষ সমর্থনে ভারতের মত শক্তিশালী দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়া শাস্ত্রী বলেন, কোহলির আচরণে কি সমস্যা রয়েছে? হ্যাঁ, আপনি এমন প্রশ্ন করতে পারেন তবে আমি যত দূর জানি, সে একজন নিপাট ভদ্রলোক।’

কোহলির দৃশ্যমান বাজে আচরণের পরও কোচের এমন ‘আশ্রয় দান’ স্বভাবতই বিতর্কে আরও ঘি ঢেলেছে। তবে এমন পরিস্থিতিতে যেন বিতর্ক বেছে বেছে আঁকড়ে ধরছেন শাস্ত্রী। পার্থে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারার পর কোচ ও অধিনায়ককে একহাত নিয়েছিলেন দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। শাস্ত্রী ইঙ্গিতে গাভাস্কারেকেও দিয়েছেন ‘খোঁচা’।

পার্থ টেস্টে ভারতের একাদশে কোনো বিশেষজ্ঞ স্পিনার ছিলেন না। কিন্তু অস্ট্রেলিয়ার নাথান লায়ন পুরো ম্যাচজুড়ে ছড়ি ঘুরিয়েছেন, জিতিয়েছেন দলকে। এ নিয়ে কোচ ও অধিনায়কের সমালোচনা করেছিলেন গাভাস্কার, কেননা দল বাছাইয়ে দুজনেরই থাকে প্রত্যক্ষ ভূমিকা।

তবে শাস্ত্রী ছাড় দেননি কিংবদন্তী গাভাস্কারকেও। তিনি বলেন, লাখ লাখ মাইল দূরে বসে ফাঁকা বুলি ছাড়া অনেক সহজওরা এখন অনেক দূরে বসে, আর আমরা এখন অস্ট্রেলিয়ায়।’

আরও পড়ুন: টেস্টে বাংলাদেশের ২০১৮ সালের পরিসংখ্যান

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অর্ধেক ফুসফুস নিয়েই ২২ গজ মাতাচ্ছেন ব্রড

নেই শুধু পাকিস্তান, টুইটারে পাকিস্তানিদের নিন্দার ঝড়

ডি ভিলিয়ার্সের পর স্মিথের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ

অস্ট্রেলিয়ার ইংল্যান্ড সফর চূড়ান্ত; স্কোয়াড ঘোষণা

আগেই ট্রফিতে লেখা হয় ‘ভারত’; কিন্তু জয়ী হয় পাকিস্তান