
নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান ক্রিকেট দল জিততে ব্যর্থ হওয়ায় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর থেকে ছিটকে গেছে ভারতীয় ক্রিকেট দল। আর ভারতের এই বিদায়ে ট্রল-সমালোচনায় উত্তাল টুইটার। পিছিয়ে নেই সাবেক ভারতীয় ক্রিকেটাররাও৷

টি-টোয়েন্টি বিশ্বকাপে সপ্তম আসরে ভারতীয় ক্রিকেট দলের অবস্থা সুপার টুয়েলভের প্রথম ম্যাচ থেকেই ছিল শোচনীয়। প্রথম দুই ম্যাচ হেরে অনেক আগে থেকেই বিদায়ের দিনক্ষণ গুনছিল বিরাট কোহলির দল৷ নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তানের পরাজয়ে সেই বিদায় ঘন্টা অবশেষে আনুষ্ঠানিকভাবে বেজেই গেল৷ সুপার টুয়েলভ থেকেই এবার বাড়ির পথ ধরবে ভারতীয় ক্রিকেট দল।
বিরাট কোহলিদের এমন হতশ্রী পারফরম্যান্সের কারণে সমালোচনা হচ্ছে বিশ্বকাপের শুরু থেকেই৷ পুরো বিশ্বকাপ জুড়ে ভারতীয় ক্রিকেট দলকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে এসেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা৷ তবে, ভারতের আনুষ্ঠানিক বিদায়ের দিনে সেসব সমালোচনা আর বিশ্লেষণ রুপ নিয়েছে কৌতুকে৷ ভারতীয় দলের এহেন বিদায়ে কৌতুকে মেতেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা৷
বরাবরই টুইটারে মজাদার পোস্ট করার জন্য বিখ্যাত বীরেন্দ্র শেবাগ মজা করেছেন ভারতীয় দলকে নিয়েও৷ ভারতের অন্যতম বড় রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর ছবি পোস্ট করে ক্যাপশনে শেবাগ লিখেছেন – ‘খতম, বাই বাই, টাটা, গুডবাই।’
Sigh.. #NZvAFG #T20WorldCup pic.twitter.com/Nm6LqIjZxU
— Wasim Jaffer (@WasimJaffer14) November 7, 2021
ভারত আর আফগানিস্তানকে পিছনে ফেলে নিউজিল্যান্ডের এগিয়ে যাওয়াকে ইঙ্গিত করে একটি ছবি পোস্ট করেছেন ওয়াসিম জাফরও৷ আরেক সাবেক ক্রিকেটার ইরফান পাঠান লিখেছেন- ‘পরের বার আরও ভালো পরিকল্পনা করে এসো।’

অবশ্য নিউজিল্যান্ড দলের প্রশংসা করতে ভুলেননি হরভজন সিং আর ভিভিএস লক্ষ্মণ৷ হরভজন লিখেছেন – ‘অসাধারণ খেলেছ নিউজিল্যান্ড। তোমরাই সেমিফাইনালে যাওয়ার জন্য যোগ্য। কেন উইলিয়ামসন অসাধারণ খেললো। মাঠে গোটা নিউজিল্যান্ড দলকেই দারুণ লেগেছে। আগেই থেকেই জানতাম যে, ভারত সেমিফাইনালে যেতে পারবে না। তবে চিন্তার কোনও কারণ নেই। আরও শক্তিশালী হয়ে ফিরব আমরা।’
Well done @BLACKCAPS for getting into semis..you guys deserve it. How good is Kane Williamson wah.. love this man and his NZ team.. I know india isn’t going forward no worries we will get better and come back stronger @BCCI
— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 7, 2021
ভিভিএস লক্ষ্মণের টুইট- ‘চমৎকার ফিল্ডিং আর বুদ্ধি দিয়ে রান তাড়া করেই বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো নিউজিল্যান্ড।’
বিশ্বকাপের খেলা সরাসরি দেখতে ক্লিক করুন এখানে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।