
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় সকাল ১০ টায় জেট এয়ারলাইনসের একটি বিমানে চড়ে দিল্লির উদ্দেশে রওনা করেছেন সাকিব। প্রায় আড়াই ঘণ্টা যাত্রার পর দিল্লি থেকে দেরাদুনে যাবেন বাংলাদেশ অধিনায়ক।
এর আগে ২৯মে স্কোয়াডে থাকা ১২ জন ক্রিকেটার ভারতে গেছেন। সেই সময় সাকিব আল হাসান ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল দলের সাথে যান নি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১১তম আসরের ফাইনাল খেলে ২৮ মে দেশে ফিরেছেন সাকিব। তাই, দুইদিনের বিরতির পর আজ দলের সাথে দেরাদুনে যোগ দিবেন। অন্যদিকে তামিম ইংল্যান্ডে গেছেন বিশ্ব একাদশের হয়ে চ্যারিটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে। আজ রাতে উইন্ডিজের বিপক্ষে সেই চ্যারিটি ম্যাচে মাঠে নামবেন তামিম। এরপর সরাসরি দেরাদুনে দলের সাথে যোগ দিবেন।
এদিকে ইনজুরির কারণে বাদ যাওয়া মুস্তাফিজের বদলে স্কোয়াডে ডাক পেয়েছেন আবুল হাসান রাজু। তিনি আগামীকাল (শুক্রবার) ভারতের উদ্দেশে রওনা করবেন।
উল্লেখ্য, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার বহুল আলোচিত এই দ্বিপাক্ষিক সিরিজে অনুষ্ঠিত হবে মোট তিনটি ম্যাচ, যার ফরম্যাট টি-২০। ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ৩, ৫ ও ৭ জুন। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতের দেরাদুনে। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।
একনজরে আফগানিস্তান সিরিজের বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি এবং আবুল হাসান রাজু।
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি-
তারিখ ম্যাচ সময়
৩ জুন ২০১৮ প্রথম টি-টোয়েন্টি ৮.৩০ মিনিট
৫ জুন ২০১৮ দ্বিতীয় টি-টোয়েন্টি ৮.৩০ মিনিট
৭ জুন ২০১৮ তৃতীয় টি-টোয়েন্টি ৮.৩০ মিনিট
[নিউজটি বাংলায় পড়ুনঃ “আরেক ওভার করলে তো ম্যাচ ওখানেই শেষ!”]