Scores

ভারতের কঠোরতায় সুর নরম করল আইসিসি

আর্থিক লাভের কথা বিবেচনা করে টুর্নামেন্ট আয়োজনে মজেছে আইসিসি। নতুন ক্রিকেটীয় ক্যালেন্ডারে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের চারটি নতুন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা সংস্থাটির। তবে এই পরিকল্পনার বিরোধিতা করেছিল ভারত। অন্য বোর্ডগুলো প্রাথমিকভাবে নিশ্চুপ থাকলেও সৌরভ গাঙ্গুলির বোর্ড বিসিসিআই খোলামেলাভাবেই বিরোধিতা করেছিল।

ভারতের কঠোরতায় সুর নরম করল আইসিসি

দ্বিধাহীনভাবেই, আইসিসির অর্থকড়ির মূল জায়গা ভারত। বিসিসিআই শুধু সবচেয়ে ধনী বোর্ডই নয়, একইসাথে আইসিসির কাছে টাকার খনিও। সেজন্য ভারতের কোনো অবস্থান আমলে না নিয়েও যেন উপায় নেই আইসিসির।

Also Read - ৭ লাখ টাকায় স্মিথের বাড়িতে থাকার সুযোগ!


সেই ভারত বা বিসিসিআইর কাছ থেকে সমর্থন না পাওয়ায় ২০২৩-৩১ সালে চারটি নতুন টুর্নামেন্ট আয়োজনের ভাবনায় কিছুটা লাগাম টেনেছে আইসিসি।

আইসিসি জানিয়েছিল, দুই ফরম্যাটের নিয়মিত বিশ্বকাপ আসরগুলোর পাশাপাশি ২০২৪ ও ২০২৮ সালে টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ এবং ২০২৫ ও ২০২৯ সালে ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপ আয়োজন করতে চায়। যদিও ক্রিকেট খেলুড়ে আন্তর্জাতিক দলগুলোর জন্য ব্যাপারটি কঠিন হয়ে দাঁড়াতে পারে। টুর্নামেন্টের সংখ্যা বাড়লে কমে আসতে পারে দ্বিপাক্ষিক সিরিজ ও ম্যাচের পরিমাণ।


এই ভাবনা থেকেই ভারত আইসিসির এমন পরিকল্পনার কঠোর সমালোচনা করেছিল। সেই সমালোচনার পর সুর নরম করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, সদস্য দেশগুলোর মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ ক্রিকেট ক্যালেন্ডারের সিদ্ধান্তগুলো গৃহীত হবে।

আইসিসির এক মুখপাত্র জানান-

‘আমরা ফলপ্রসূ আলোচনার অপেক্ষা করছি। আইসিসির প্রতিটি বোর্ড সভাতেই সদস্য দেশগুলোর মতামত প্রদান, বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণের যথেষ্ট সুযোগ থাকে। বোর্ডগুলো যে সিদ্ধান্ত দেবে, আইসিসির কর্মকর্তারা তাই গ্রহণ করবেন। তারাই নির্ধারণ করবেন- কোন সিদ্ধান্ত হবে বা কী পরিবর্তন হবে।’

এক্ষেত্রে সব পক্ষের সহযোগিতা চেয়েছে আইসিসি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ক্রিকেট ভক্তদের দুঃসংবাদ দিল আইসিসি

বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ চলতি মাসেই

বন্ধ হয়ে গেল আইসিসিও

করোনার প্রভাবে আইসিসির বোর্ড সভা স্থগিত

ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আইসিসির রসিকতা!