Scores

ভারতের কোচের পদে এত আবেদনকারী!

বিশ্বকাপে ভারত ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় কোচ পরিবর্তনের শোর উঠেছে। দেশটির ক্রিকেট অঙ্গনে জোর গুঞ্জন, প্রধান কোচ রবি শাস্ত্রীকে কোচের পদ থেকে সরানো হবে শিগগির।

ভারতের কোচের পদে এত আবেদনকারী!

যদিও শাস্ত্রীর কোচিং থেকে সরার বিষয়টি এখনো রয়ে গেছে ধোঁয়াশায়। কারণ খোদ অধিনায়ক বিরাট কোহলি শাস্ত্রীর পক্ষে ব্যাট ধরেছেন। এছাড়া জানা গেছে, শাস্ত্রীর সাথে টক্কর দেওয়ার মত কোচ নাকি খুব একটা পাচ্ছে না বিসিসিআই।

Also Read - তানজিদের সেঞ্চুরিতে যুবাদের জয়ের স্বপ্ন


তবে অবাক করা খবর, ভারতের কোচের পদে ইতোমধ্যে জমা পড়েছে দুই হাজার আবেদন!

ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় বাজার এখন ভারত। বিশাল জনগোষ্ঠীর দেশটিতে ক্রিকেট যেন আরেক ধর্ম। দেশটির ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট হওয়া মানে অর্থের সাগরে পড়ে যাওয়া- রসিকতা করে এমনও বলেন অনেকে। ভারতের কোচিং স্টাফে যুক্ত হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট কোচদের আগ্রহী হয়ে ওঠা তাই অস্বাভাবিক নয়।

তবে সংখ্যাটা রীতিমত অবাক করছে সবাইকে। জানা গেছে, ভারতের কোচিং স্টাফে বিভিন্ন পদের জন্য মোট দুই হাজার আবেদনপত্র জমা পড়েছে!

যদিও ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, শাস্ত্রীকে কোচিং পদ থেকে সরানোর মত হাই প্রোফাইল কোচ খুব কমই আছেন আবেদনকারীদের তালিকায়। তাই শাস্ত্রীকে সরানো হবে কি না এ নিয়েও বেশ ভাবতে হচ্ছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইকে।

ভারতের প্রধান কোচের পদে আগ্রহ দেখিয়েছেন টম মুডি, মাইক হেসন, লালচাঁদ রাজপুত, রবিন সিংয়ের মত অভিজ্ঞরা। এছাড়া ব্যাটিং কোচের পদের জন্য শোনা গেছে মাহেলা জয়াবর্ধনের নাক। ফিল্ডিং কিংবদন্তী জন্টি রোডস ফিল্ডিং কোচ হতে আবেদন করেছেন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়েস্ট ইন্ডিজের জয়ে টুইটারে প্রশংসার জোয়ার

হোল্ডার-গ্যাব্রিয়েল তোপে ওয়েস্ট ইন্ডিজের রোমাঞ্চকর জয়

আইসিসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে মুখ খুললেন সৌরভ

খেলা বন্ধের কারণ যখন ‘টাইগার’

সৌরভকে নাসেরের অতি প্রশংসা মনে ধরল না গাভাস্কারের