Scores

ভারতের কোচ হচ্ছেন দ্রাবিড়!

ভারতীয় গণমাধ্যমের চাউড় হওয়া খবর অনুযায়ী, চলমান অস্ট্রেলিয়া সিরিজের পরই কোচ হিসেবে ভারতীয় দলের দায়িত্ব ছাড়তে হচ্ছে বর্তমান কোচ অনিল কুম্বলেকে। এবার বাতাসে ভাসছে নতুন খবর- অনিল কুম্বলে দায়িত্ব ছাড়ার পর ভারতের নতুন কোচ হবেন রাহুল দ্রাবিড়!

দ্রাবিড় বর্তমানে ভারত ‘এ’ দলের কোচ। তার অধীনে ‘এ’ দল বেশ সাফল্যও পাচ্ছেন। অন্যদিকে জাতীয় দলের কোচ হিসেবে সফল অনিল কুম্বলেও। যদিও কোচের পদ ছেড়ে তাকে বসতে হতে পারে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া- বিসিসিআইয়ের পরিচালকের আসনে!

Also Read - বাংলাদেশকে '৯৬ এর শ্রীলঙ্কা বানাতে চান চন্ডিকাআরও পড়ুনঃ ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফিরা


সে হিসেবে জাতীয় দলের কোচ হিসেবে চলমান অস্ট্রেলিয়া সিরিজই কুম্বলের শেষ পরীক্ষা। আগামী ১৪ এপ্রিল থেকে নতুন দায়িত্বে দেখা যেতে পারে সাবেক এই কিংবদন্তী স্পিনারকে।

কুম্বলে ভারতের কোচের দায়িত্ব নিয়েছিলেন গত বছরের জুনে। তার অধীনে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও বাংলাদেশকে ধরাশয়ী করেন বিরাট কোহলিরা।

‘দ্যা ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়কে অবশ্য আগেও জাতীয় দলের কোচ বানাতে চেয়েছিল বিসিসিআই। তবে তখন সে প্রস্তাবে রাজী হননি দ্রাবিড়। এতদিন অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের কোচ হয়েই কাজ করছেন খ্যাতিমান এই তারকা।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম

Related Articles

ক্রিকেটে ‘৫’ পরিবর্তনের অনুমোদন দিল আইসিসি

‘চার দিনের টেস্ট হলে সেটা টেস্টই নয়’

পাঞ্জাবের নতুন কোচ অনিল কুম্বলে

শেবাগের চাওয়া— কোহলিদের দল নির্বাচন করবেন কুম্বলে

পিটারসেন ও কুম্বলের চোখে সেমিফাইনাল খেলবে যারা