Scores

এশিয়া কাপ আয়োজনে ভারতের দিকে তাকিয়ে পিসিবি!

একটা সময় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিল দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দু। নানা কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতিতে বন্ধ হয়ে যেতে বসেছে দ্বিপাক্ষিক সিরিজ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) কোন টুর্নামেন্ট থাকলেই কেবল কালেভদ্রে মুখোমুখি হয় দুই দল। এবার আসন্ন এশিয়া কাপে সেটা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

আগামী বছর অর্থাৎ ২০২০ সালের সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপের পরবর্তী আসর। ওই বছরেই অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার এশিয়া কাপ হবে কুঁড়ি ওভারি ফরম্যাটে৷ তবে পাকিস্তানে খেলা বলেই তৈরি হয়েছে শঙ্কা। কেননা ভারতের সাথে পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনটা এখন বেশ চরমে যেয়ে ঠেকেছে। সেটার প্রভাব পড়ছে মাঠের ক্রিকেটেও।

Also Read - বিপিএলে থাকছে অত্যাধুনিক সব প্রযুক্তি


যেকারণে ভারতের এশিয়া কাপে অংশ নেওয়া ঘোর অনিশ্চিত৷ অথচ ভারতকে বাদ দিয়ে টুর্নামেন্ট সফল হওয়া সম্ভব নয়৷ অন্তত বাণিজ্যিক দিক দিয়ে এসিসির সাথে বিপুল ক্ষতির মুখে পড়বে পাকিস্তান ক্রিকেট বোর্ডও। একারণেই পিসিবি একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত ভারতের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে চায়৷

এই প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, ‘এই টুর্নামেন্ট আয়োজনের জন্য এখন ভারতীয় দলের সম্মতি প্রয়োজন। আগামী বছরের সেপ্টেম্বর আসতে অনেক সময় বাকি। তবে জুনের মধ্যেই আমাদের জানতে হবে টুর্নামেন্টটি কোথায় আয়োজিত হবে। তবে এ সিদ্ধান্তটি এখন এসিসি ও আইসিসিকে নিতে হবে। আমরা এশিয়া কাপে ভারতকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত।’

এমতাবস্থায় ভারত যদি পাকিস্তানের মাটিতে খেলতে যেতে রাজি হয়, তবে বাকিদের রাজি করাতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয় পিসিবির৷ নিতান্ত ভারত পাকিস্তানে যেয়ে খেলতে রাজি না হলে শেষদিকে এসে বিকল্প ব্যবস্থা করার কথা ভাববে তারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

এশিয়া কাপ না হওয়ায় বিসিবির চোখে দুই ক্ষতি

এশিয়া কাপ বাতিলে এই ৪টি প্রশ্নের কি উত্তর দিবেন সৌরভ?

এশিয়া কাপের দিকে চোখ আফগান অধিনায়কের

আইপিএলের জন্য এশিয়া কাপ পেছানোর ঘোর বিরোধী পিসিবি

গাঙ্গুলি-মানির পর এশিয়া কাপ নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি