Scores

ভারতের টি-২০ দল থেকে বাদ ধোনি!

ভারত জাতীয় দলের টি-২০ স্কোয়াড থেকে বাদ পড়েছেন দলের সাবেক অধিনায়ক, বিশ্বকাপজয়ী দলনেতা ও বর্তমান উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি

সৌরভের-বিশ্বাস-ঘুরে-দাঁড়াবেন-ধোনি
মহেন্দ্র সিং ধোনি। ছবি: গেটি ইমেজ

দেশটির ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটারের বাদ পড়া ক্রিকেট সংবাদমাধ্যমে বড় খবর হয়ে এসেছে। ধোনির বয়স বাড়ার সাথে সাথে ফর্মও যাচ্ছে পড়তির দিকে। বিশেষ করে টি-২০ ফরম্যাটের বিবেচনায় ধোনি আগের মত মারকুটে ব্যাট চালাতে পারেন না। এ কারণে বেশ কদিন ধরেই ধোনিকে বাদ দেওয়ার গুঞ্জন চলছিল।

ধোনি বাদ পড়ায় দলের ব্যাটিং অর্ডারেই নতুন কাউকে দায়িত্ব নিতে হচ্ছে না শুধু, দায়িত্ব নিতে হবে নতুন কোনো উইকেটরক্ষককেও। সেক্ষেত্রে রিশাভ পান্ত ও দীনেশ কার্তিকের মধ্যে কেউই পাবেন ‘ধোনির গ্লাভস’। তাই আলোচনা হচ্ছে আগামী বিশ্বকাপে ধোনির হাত থেকে উইকেটরক্ষকের গ্লাভস কেড়ে নেওয়া হবে কি না- সেটি নিয়েও।

তবে ধোনির দল থেকে বাদ পড়া মানেই যে টি-২০ ক্যারিয়ারের শেষ নয়, এটাও জানিয়েছেন দলটির নির্বাচকরা।

Also Read - মুশফিকের ১০ হাজার রানের উদযাপন মায়ানকে উৎসর্গ


এদিকে শুধু ধোনিই নন, টি-২০ দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতা হয়েছে দীপক চাহার, সিদ্ধার্থ কাউল, হার্দিক পান্ডিয়া ও সুরেশ রায়নাকেও। বিশ্রামের জন্য উইন্ডিজের বিপক্ষে ভারতের ঘোষিত টি-২০ স্কোয়াডে থাকছেন না অধিনায়ক বিরাট কোহলি। তবে একই দল নিয়ে তিনি খেলবেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। উইন্ডিজ সিরিজে কোহলির বদলে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। এদিকে এই সিরিজের মাধ্যমে দলে আবার টি-২০ ফিরছেন শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, খলিল আহমেদ, ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিত বুমরাহ ও উমেশ যাদবের মত ক্রিকেটাররা।

একনজরে উইন্ডিজের বিপক্ষে ভারতের টি-২০ দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, দীনেশ কার্তিক, মানিশ পান্ডে, শ্রেয়াস আইয়ার, রিশাভ পান্ত, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজভেন্দ্র চাহাল, কুলদিপ যাদব, ভুবেনশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, খলিল আহমেদ, উমেশ যাদব, শাহবাজ নাদিম।

আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে শতকই সৌম্যর কাছে সেরা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অবসর ইস্যুতে অবশেষে নীরবতা ভাঙলেন ডু প্লেসিস

শক্ত অবস্থায় জিম্বাবুয়ে

ইনজামামের বিশ্বাস- পাকিস্তানে প্রীত হবে বাংলাদেশ

প্রত্যাবর্তনে জিম্বাবুয়ের ধীর শুরু

সিমন্স-ঝড়ে উড়ে গেল আয়ারল্যান্ড