Scores

ভারতের টেস্ট দলে ফিরলেন পৃথ্বী

চোটের কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছেন ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা। তার ‘সর্বনাশ’ অর্থাৎ চোট ‘পৌষ মাস’ ডেকে এনেছে পৃথ্বী শাওয়ের জন্য। তরুণ এই ক্রিকেটার টেস্ট দলে ডাক পেয়েছেন। রোহিতের অনুপস্থিতিই পৃথ্বীকে ফিরিয়ে এনেছে টেস্ট দলে।

ভারতের টেস্ট দলে ফিরলেন পৃথ্বী

সেদিক থেকে ‘পৌষ মাস’ চলছে মায়াঙ্ক আগারওয়ালেরও। রোহিতের চোটের আগেই ঘোষণা করা হয়েছিল ওয়ানডে সিরিজের দল। সেই দল থেকেও ছিটকে গেছেন চোট পাওয়া রোহিত। ওয়ানডে দলে রোহিতের বদলি হিসেবে ডাকা হয়েছে তরুণ আগারওয়ালকে।

Also Read - সাকিব-তামিমের মত 'বড় ক্রিকেটার' নন মুশফিক!নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দলকে নেতৃত্ব দিচ্ছিলেন সীমিত ওভারের সহ-অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে তুলে নিয়েছিলেন অর্ধ-শতকও। তবে এই ম্যাচেই চোট পেয়ে বসেন। কাফ মাসলের সেই চোটের কারণে নিউজিল্যান্ড সফরের বাকি অংশ থেকেই ছিটকে পড়েছেন তিনি।

ঘোষিত টেস্ট স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন যথারীতি নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি।

ফিটনেস টেস্টে উতরে গেলে টেস্ট সিরিজে খেলবেন পেসার ইশান্ত শর্মা। আপাতত তাকে দলে রেখেই স্কোয়াড ঘোষণা করেছেন নির্বাচকরা। দলে রয়েছেন শুভম্যান গিল। সীমিত ওভারে ভালো করা নবদ্বীপ সাইনিকেও টেস্টের জন্য ডেকেছে নির্বাচক প্যানেল।

একনজরে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট দল

বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শাও, শুভম্যান গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হানুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রিশাভ পান্ট (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি ও ইশান্ত শর্মা।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

জম্মু-কাশ্মিরে দশটি স্কুল ও ক্রিকেট একাডেমি বানাবেন রায়না

সীমান্ত খুললেও দক্ষিণ আফ্রিকায় ফিরছে না আন্তর্জাতিক ক্রিকেট

জার্গেনসেনের চুক্তি বাড়ল দুই বছর

আর্চার-হ্যাজলউডের বড় লাফ, সেরা পাঁচে ওকস

নিষেধাজ্ঞার শঙ্কায় থাকা প্রোটিয়ারা এবার স্পন্সরও হারালো