Scores

ভারতের নতুন ব্যাটিং কোচ ভিকরাম রাথোর

বাংলাদেশের সাবেক ব্যাটিং কোচ বিরাট কোহলিদের দায়িত্ব নেওয়ার স্বপ্ন দেখেছিলেন। সেই সূত্র ধরে ভারতের ব্যাটিং কোচের পদে আবেদনও করেছিলেন। তার মত আরও অনেক বিদেশি কোচ আবেদন করেছিলেন সেই পদে। তবে শেষমেশ এক ভারতীয়র উপরই আস্থা রেখেছে বিসিসিআই।

ভারতের নতুন ব্যাটিং কোচ ভিকরাম রাথোর

বিশ্বকাপের পর ভারতের কোচিং স্টাফের বেশ কিছু জায়গায় শূন্যতা সৃষ্টি হয়। ব্যাটিং কোচ পদের জন্যও নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বা বিসিসিআইর কাছে কোহলিদের ব্যাটিং কোচ হওয়ার জন্য প্রায় ১২টি আবেদন জমা পড়ে।

Also Read - সাকিবের রেকর্ড ভাঙ্গার হাতছানি তাইজুলের সামনে


সেই তালিকায় অনেক তারকা কোচের ভিড়ে শুরুতে যিনি খুব একটা আলোচনায়ই ছিলেন না, সেই ভিকরাম রাথোরই ভারতের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।

ব্যাটিং কোচ হিসেবে বোর্ড ভারতীয় কাউকেই চাইছে- এমন আভাস পাওয়া গিয়েছিল আগেই। ক্রিকেট এডভাইজরি কমিটি অনেক ভেবেচিন্তে তাই ভিকরামকেই নির্বাচিত করেছে। রবি শাস্ত্রী নতুন করে পেয়েছেন ভারতের প্রধান কোচের দায়িত্ব। তিনি ভারতীয় বলে কোচিং স্টাফের অন্যান্য সদস্যদেরও নিজ দেশ থেকে বাছাই করতে আগ্রহী ছিল বোর্ড।

সামারাবীরাদের স্বপ্ন ভাঙা কোচ ভিকরাম ভারতের জাতীয় পর্যায়ে কোচিং করিয়েছেন সাফল্যের সাথে। ভারতের যেসব কোচ ব্যাটিং কোচের পদে আবেদন করেছেন তার মধ্যে ভিকরামকেই সবচেয়ে বেশি মনে ধরেছে বোর্ড কর্তা ও কোচ নিয়োগে সংশ্লিষ্ট ব্যক্তিদের। ৫০ বছর বয়সী এই কোচই এখন সামলাবেন বিরাট কোহলি-রোহিত শর্মাদের মত বিশ্ব কাঁপানো ব্যাটসম্যানদের

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

আইপিএল কেলেঙ্কারি: ‘৪৮০০ কোটি রূপি’ ক্ষতিপূরণের নির্দেশ বিসিসিআইকে