Scores

ভারতের বিকল্প শ্রীলঙ্কা ও আরব আমিরাত

আইসিসির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে। তবে ভারতের বর্তমান অবস্থা বিবেচনা করে এর বিকল্পও ঠিক করা হয়েছে। যদি মহামারীর প্রকোপে ভারতে আয়োজন করা সম্ভব না হয় সেক্ষেত্রে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে।

ভারতের বিকল্প শ্রীলঙ্কা ও আরব আমিরাত

২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরের আসরটি হওয়ার (২০২১) কথা ছিল ভারতে। কিন্তু ২০২০ সালে অস্ট্রেলিয়ার আসরটি মহামারীর কারণে স্থগিত হয়ে যাওয়ার পরে বিশ্বকাপ আয়োজন নিয়ে মুখোমুখি অবস্থানে চলে আসে দুই দল। উভয়েই ২০২১ সালে আয়োজন করতে আগ্রহী ছিল। শেষ পর্যন্ত ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতকে এবং ২০২২ সালে আয়োজন করবে অস্ট্রেলিয়া।

Also Read - ইংল্যান্ড স্কোয়াডে স্টোকসের বদলি রবিনসন


মহামারী করোনাভাইরাসের প্রকোপ ভারতে দিনদিন বৃদ্ধি পেয়েই চলেছে। বহুল জনসংখ্যার দেশটিতে দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসটি। ইতোমধ্যে ভারতে ২ মিলিয়নের (২০ লাখ) বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৪৫ হাজারেরও অধিক মানুষ।

ফলে ২০২১ সালের বিশ্বকাপ ভারতে আয়োজন করা নিয়েও আবার ভেবে দেখতে হচ্ছে। যদি আগামী বছরেও ভারতের অবস্থার উন্নতি না হয় এবং বিশ্ব আসর আয়োজনের অনুকূল পরিস্থিতি তৈরি না হয় সেইজন্যইও বিকল্প ব্যবস্থা নিয়ে রাখা হচ্ছে। শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতে ভাইরাসের প্রকোপ তুলনামূলক কম ও নিয়ন্ত্রণে থাকায় এই দেশগুলোকে বিকল্প ভেন্যু হিসাবে বাছাই করা হয়েছে।

ভারতের ঘরোয়া ফ্র্যাঞ্চ্যাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) এবার ঘরের মাঠে আয়োজন করা সম্ভব হচ্ছে না এই মহামারীর কবলে। আইপিএল নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। ভারতের ঘরের মাঠের দ্বিপাক্ষিক সিরিজগুলোও স্থগিত করা হচ্ছে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে রশিদ খানদের স্বপ্নভঙ্গ

আটকে গেল নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর

দেশে ফিরতে জটিলতার সম্মুখীন মার্শ

ডিন জোন্সকে হারিয়ে শোকে স্তব্ধ ক্রিকেট দুনিয়া

না ফেরার দেশে কিংবদন্তি ডিন জোন্স