Scores

ভারতের বিপক্ষে অনিশ্চিত মাহমুদউল্লাহ রিয়াদ

চোট আক্রান্ত বাংলাদেশি ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের মাঠে নামা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। দলের গুরুত্বপূর্ণ এই ক্রিকেটার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর দীর্ঘ সময় ছিলেন বিশ্রামে।

ভারতের বিপক্ষে অনিশ্চিত মাহমুদউল্লাহ রিয়াদ

তবে ভারত ম্যাচের আগে পাওয়া লম্বা এই বিরতিও সম্ভবত যথেষ্ট হচ্ছে না রিয়াদের চোট সেরে তুলবার জন্য। কাফ মাসলের চোট পুরোপুরি দূর না হওয়ায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

Also Read - অনুশীলন করেননি তামিম ইকবাল


ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে তাই একজন ব্যাটসম্যানের অন্তর্ভুক্তি ঘটতে পারে রিয়াদের পরিবর্তে।

দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর ভাষ্যমতে, রিয়াদ এখনো ম্যাচ খেলার মত ফিটনেস অর্জন করতে পারেননি। তাই তার খেলার সম্ভাবনাও ক্ষীণ।

আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের জয় পাওয়ার ম্যাচে বাংলাদেশের জন্য অস্বস্তির খবর হয়ে আসে রিয়াদের চোট। ব্যাটিংয়ের সময় কাফ স্ট্রেইন চোটের কবলে পড়ে পুরো ইনিংসে আর ফিল্ডিং করতে পারেননি তিনি।

পরবর্তীতে দলীয় সূত্র থেকে জানা যায়, ডান উরুতে গ্রেড-১ এর চোট পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করতে গিয়ে এ চোট পান তিনি। দলের প্রয়োজনের কথা ভেবে চোট নিয়েই খেলে যান আউট হওয়ার আগপর্যন্ত। ম্যাচ শেষে হাঁটতে হয়েছিল ক্রাচের সহায়তায়।

তবে রবিবার (৩০ জুন) দলের সাথে ব্যাটিং অনুশীলন করেন রিয়াদ। তখন ভাবা হচ্ছিল- ডানহাতি এই ব্যাটসম্যান হয়ত সুস্থ হয়ে উঠেছেন।

আফগানিস্তানের বিপক্ষে ২ চারে সাজানো ৩৮ বলে ২৭ রানের ইনিংস খেলার পথে চোট নিয়েই করেছিলেন ব্যাটিং। দৌড়ে রান নিতেও সমস্যা হচ্ছিল তার। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৯ রানের এক দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। রিয়াদের না থাকা তাই দলের জন্য হয়ে উঠবে অস্বস্তির বিষয়।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ ও মুস্তাফিজুর রহমান

সেদিন স্নায়ুচাপ সামলাতে ‘সিগারেট বিরতি’ নেন স্টোকস

বিশ্বকাপ সেরার পুরস্কার আশা করেছিলেন সাকিবও!

বিশ্বকাপের শেষ ম্যাচেই অবসর নিতে চেয়েছিলেন মাশরাফি

স্টোকসের দৃষ্টিতে কোহলির অভিযোগটা ছিল ‘উদ্ভট’