Scores

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের ঘোষিত স্কোয়াডের নেতৃত্বে রয়েছেন নিয়মিত অধিনায়ক ইয়ন মরগান। 

ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা

ঘোষিত দলে জায়গা হয়নি জো রুট ও অ্যালেক্স হেলসের। হেলসের মত বিগ ব্যাশে ভালো খেলেও দলে উপেক্ষিত থেকে গেছেন জেমস ভিন্স। তবে দীর্ঘদিন পর দলে ফিরেছেন লিয়াম লিভিংস্টোন। ২০১৭ সালে জুনে শেষবারের মত ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে দলে থাকা লিভিংস্টোন বিগ ব্যাশেও আলো ছড়িয়েছেন, যার ফলস্বরূপ জায়গা ফিরে পেয়েছেন টি-টোয়েন্টি দলে।

Also Read - ক্রিকেট বোর্ডটাকে আজ নতুন লেগেছে : রাজ্জাক


দলে স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে আছেন জ্যাক বল ও ম্যাট পার্কিনসন। প্রসঙ্গত, আগামী ১২ মার্চ থেকে মোতেরায় শুরু হবে পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ।

একনজরে ইংল্যান্ড স্কোয়াড : ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, টম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রিচি টপলে ও মার্ক উড।

ইংল্যান্ডের ভারত সফরের বাকি অংশের সূচি 

১৩ ফেব্রুয়ারি – দ্বিতীয় টেস্ট (চেন্নাই)
২৪ ফেব্রুয়ারি – তৃতীয় টেস্ট (দিবারাত্রি) (মোতেরা)
৪ মার্চ – চতুর্থ টেস্ট (মোতেরা)
১২ মার্চ – প্রথম টি২০ (মোতেরা)
১৪ মার্চ – দ্বিতীয় টি২০ (মোতেরা)
১৬ মার্চ – তৃতীয় টি২০ (মোতেরা)
১৮ মার্চ – চতুর্থ টি২০ (মোতেরা)
২০ মার্চ – পঞ্চম টি২০ (মোতেরা)
২৩ মার্চ – প্রথম ওয়ানডে (পুনে)
২৬ মার্চ – দ্বিতীয় ওয়ানডে (পুনে)
২৮ মার্চ – তৃতীয় ওয়ানডে (পুনে)

Related Articles

বাংলাদেশ সফরে আসবেন তো ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা?

রেকর্ড জুটি গড়ে ফিরলেন শান্ত-মুমিনুল

অনির্দিষ্টকালের জন্য ছিটকে গেলেন রাজা

মুমিনুলের সেঞ্চুরি, শান্তর দেড় শতাধিক রানে হাসছে বাংলাদেশ

রিজওয়ানের ব্যাটে জিম্বাবুয়ের জয় ঠেকাল পাকিস্তান