Scores

ভারতের বিপক্ষে জয় মানে অন্যকিছু: তামিম

করোনাকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় তামিম ইকবাল। খেলাধুলার বাইরে কাটানো এই সময়টা ভিডিও আড্ডাতেই ব্যস্ত তিনি। সম্প্রতি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর মুখোমুখি হয়েছিলেন তামিম। যেখানে ভারতকে হারালে খুশি হন বলে জানান তিনি।

একসময় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা তৈরি হত, সেই উত্তাপে যেন ভাটা পড়েছে এখন। পাকিস্তানের পরিবর্তে সেই জায়গায় নিজেদের বসিয়েছে বাংলাদেশ দল। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই টানটান উত্তেজনা। যে লড়াই মাঠ ছাড়িয়ে তৈরি করে অন্যরকম আবহ।

Also Read - ছক্কা মেরে আফ্রিদিকে বল কুড়িয়ে আনতে বলেছিলেন নাসির


দুই দলের ম্যাচের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত কথায় লড়াইয়ে জড়িয়ে পড়েন সমর্থকেরা। সেই রেষারেষির আঁচ এসে লাগে ক্রিকেটারদের গায়েও। বাইশ গজের মুখোমুখি লড়াইয়ে ভারতকে হারাতে পারলে যে বেশ তৃপ্ত হন, তা অনেক সময়েই বলে এসেছেন টাইগার ক্রিকেটাররা।

এবার এই প্রসঙ্গ আরও একবার সামনে নিয়ে আসলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম। তবে এটা ঘৃণা থেকে আসে না বলে জানান তামিম। বরং ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে জয় পাওয়া মানে অন্যকিছু মনে করেন তিনি।


এ প্রসঙ্গে তামিম বলেন, ‘ভারতকে হারানোই সবচেয়ে বড়। ভারত এত শক্তিশালী একটা দল, এত বড় দল, ভারতের বিপক্ষে জয় মানে অন্যকিছু। আমার মনে হয় না, এটা ঘৃণা থেকে আসে, বা এমন নয় যে ওদেরকে হারাতেই হবে।’

‘ব্যাপারটা হলো, সেরা দলকে হারানোর তৃপ্তি। সেই ধরণের মানসিকতা। পাকিস্তানকে হারালেও একই রকম অনুভূতি হয়। আসলে পাকিস্তান-ভারত, অনেক বড় দল তারা, দীর্ঘ ঐতিহ্য তাদের। তাদের বিপক্ষে যেকোনো জয়ই বড় জয়।’– সাথে যোগ করেন তিনি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ডে মনোনিত সাকিবের ইনিংস

ভারতে তাদের মোকাবেলায় ক্রিকইনফোর সেরা একাদশে মুশফিক