SCORE

ভারতের বিপক্ষে প্রোটিয়া দল ঘোষণা

ঘরের মাটিতে ভারতের বিপক্ষে আসন্ন ছয় ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন লুঙ্গি এনগিদি ও খায়া জোন্ডো।

ভারতের বিপক্ষে প্রোটিয়া দল ঘোষণা

লুঙ্গি এনগিদি এবারই প্রথম ডাক পেয়েছেন প্রোটিয়াদের ওয়ানডে দলে। ২১ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন একটি টেস্ট ও তিনটি টি-২০ ম্যাচ। সাদা পোশাকে অভিষেক ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে সেঞ্চুরিয়ন টেস্ট জেতাতে ভূমিকা রাখেন তিনি। অন্যদিকে খায়া জোন্ডো এর আগে ২০১৫ সালে ভারত সফরের দলে জায়গা পেলেও সেবার খেলা হয়নি কোনো ম্যাচ। ২৭ বছর বয়সী এই ক্রিকেটার এখনও জাতীয় দলের জার্সি গায়ে কোনো ম্যাচ খেলেননি।

Also Read - ভারতের কাছে হেরে যুব বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

ঘোষিত ১৫ সদস্যের দলে ফিরেছেন মরনে মরকেল এবং ক্রিস মরিসও। ইনজুরির কারণে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে ছিলেন না এই দুজন। এছাড়া স্পিনার তাবরাইজ শামসিকে দলে এনে ইমরান তাহিরকে কিছুটা নির্ভার করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

তবে দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ক্রিকেটার ফারহান বেহারডিন। তার পরিবর্তেই দলে খায়া জোন্ডোকে সুযোগ দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী ভারতের মধ্যকার ছয় ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ডারবান, সেঞ্চুরিয়ন, কেপ টাউন, জোহানেসবার্গ এবং পোর্ট এলিজাবেথে। ১৬ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর তিন ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে দুই দল।

একনজরে ভারতের বিপক্ষ হোম সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার ঘোষিত ওয়ানডে স্কোয়াড:

ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, এইডেন মার্করাম, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, লুঙ্গি এনগিদি, অ্যান্ডিলে ফেলুকায়ো, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, খায়া জোন্ডো।

আরও পড়ুনঃ টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

Related Articles

বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

মিরাজ-মাশরাফির দৃঢ়তায় বাংলাদেশের সম্মানজনক সংগ্রহ

রশিদের চোখে ‘প্রেরণা ও তৃপ্তিদায়ক’ পারফরম্যান্স

ফখর জামানের কঠোর সমালোচনায় গাভাস্কার

রশিদের ঝড়ো ইনিংসে আফগানদের চ্যালেঞ্জিং স্কোর