Scores

ভারতের বিপক্ষে ফাইনালে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ

ইংল্যান্ডে অনূর্ধ্ব ১৯ ত্রিদেশীয় সিরিজে দাপটের সাথেই ফাইনালে কোয়ালিফাই করেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে একাধিকবার হোঁচট খেলেও অবশেষে ফাইনাল নিশ্চিত করেছে ভারতও। ১১ তারিখের ফাইনালে হোভে মুখোমুখি হবে দুই দল।

ফাইনালে ভারতের বিপক্ষে ইতিহাসের স্বপ্নে সাকিব, তামিম ও মৃত্যুঞ্জয়রা

আসরে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে ৪ ম্যাচ খেলে ৩টিতে জয় পায় ও ১টি খেলা টাই হয়। ভারতের বিপক্ষে ২ ম্যাচ পরিত্যক্ত হয়। অপর ২ ম্যাচের একটিতে জয় ও একটিতে হারের সম্মুখীন হয় বাংলাদেশ। ব্যাট হাতে তৌহিদ হৃদয়, তানজিল হাসান তামিম ও মাহমুদুল হাসান জয় ভালো করেছেন। বল হাতে দ্যুতি ছড়িয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।

Also Read - ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেকের অপেক্ষায় কর্নওয়াল


ফাইনালে তাই ভারতের বিপক্ষে খেলতে নামার আগে এই আসরের পারফরম্যান্স অনুযায়ী হয়তো কিছুটা এগিয়েই থাকবে বাংলাদেশ দল। তবে ইতিহাস বাংলাদেশ দলের পক্ষে নেই। রেকর্ড বলে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল দুইয়ের অধিক দলের আসরে ফাইনাল খেলেছে ৪ বার। যার মাঝে জয় লাভ করতে পেরেছে মাত্র ১ বার, শেষ ৩ বারেই হার।

ঘটনাক্রমে শেষ ৩ ফাইনালেই প্রতিপক্ষ ছিলো ভারত। ২০০৭ এ শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে ভারতের বিপক্ষে ফাইনালে হারে বাংলাদেশ দল, ২০০৮ এ দক্ষিন আফ্রিকায়ও ভারতের বিপক্ষে ফাইনাল হারে বাংলাদেশ। সবশেষ ২০১৫তে আফগানিস্তানকে সাথে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজেও ভারতের বিপক্ষে ফাইনাল হারে বাংলাদেশের যুবারা।

বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ লেভেলে একমাত্র ফাইনাল জয় ২০০৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই দলে ছিলেন আজকের তামিম, সাকিবের মতো তারকারা। সেই ম্যাচে শতক করেন ৩ নম্বর পজিশনে ব্যাট করতে নামা সাকিব আল হাসান।

দেখা যাচ্ছে জাতীয় দলের মতো অনূর্ধ্ব ১৯ দলেও রয়েছে ফাইনালে বা নকআউট ম্যাচে ভারতের বিপক্ষে খেই হারিয়ে ফেলার রেকর্ড। জাতীয় দলও গত ৩ বছরে ভারতের বিপক্ষে এশিয়া কাপ ২০১৬, এশিয়া কাপ ২০১৮ ও নিদাহাস ট্রফির ফাইনাল হারে। হোভে রবিবার যখন বাংলাদেশের যুবারা ফাইনালে নামবে তখন হয়তো তাদের মনেও থাকবে ভারতের বিপক্ষে শেষ লড়াইয়ে হেরে যাওয়ার ইতিহাসের কথা। সাকিব, মৃত্যুঞ্জয়রা কি নতুন ইতিহাস লিখবেন নাকি বজায় রাখবেন আগের রেকর্ড তা দেখার অপেক্ষায় এখন ভক্তরা।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

আইসিসির ভবিষ্যৎ তারকা পিনাক ঘোষ কতদূর গেলেন ক্যারিয়ারে?

সাকিবের অর্জন ‘গল্প’, আকবরদের অর্জন ‘গর্ব’

বিশ্বকাপজয়ী আকবরদের পেছনের গল্প শোনালেন মাসুদ হাসান

বিশ্বকাপে বল ‘না পাওয়া’ শাহাদত আলো ছড়ালেন বিকেএসপিতে

বড় ভাইয়ের আত্মত্যাগে আজকের মাহমুদুল হাসান