Scores

ভারতের বিপক্ষে স্মিথ, লক্ষ্মণের ‘ড্রিম এলেভেনে’ সাকিব-তামিম

ভারতের মাটিতে তাঁদের হারানো অসম্ভব একটি ব্যাপার হয়ে উঠেছে। সম্প্রতি তাঁদের মাটিতে তাঁদেরকে চ্যালেঞ্জ জানানোর জন্য একটি দল গঠন করেছে ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তাঁদের একাদশে রয়েছেন দুই বাংলাদেশি।

নিজেদের ঘরের মাঠে এমনিতেই ভারতকে হারানো কঠিন ব্যাপার। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তাঁদের মাটিতে হারানোর সম্ভবনা থাকলেও টেস্টে যেন পেরেই উঠছে না কোন দল। এইত চলমান দক্ষিণ ও ভারতের মধ্যকার টেস্ট সিরিজে পাত্তাই পায়নি দক্ষিণ আফ্রিকা। পাঁচ ইনিংস মিলে ভারতের ২০ উইকেট নিতে সক্ষম হয়েছে প্রোটিয়া বোলাররা।

Also Read - ব্র‍্যাডম্যানকেও টপকে গেলেন রোহিত!


তাই তো তাঁদের মাটিতে হারানো একপ্রকার অসম্ভবই বলা যায়। তবে ভারতের মাটিতে তাঁদের চ্যালেঞ্জ জানানোর জন্য একটি দল গঠন করেছেন লক্ষ্মণ ও স্মিথ। স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে রয়েছে এ দুজন। সেখানে নিজেদের ‘ড্রিম এলেভেন’ তৈরি করেছে তারা। যারা কিনা চ্যালেঞ্জ জানাতে পারবে ভারতকে।

তাঁদের একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার। চলমান ভারত টেস্টে একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন ডিন এলগার। ওপেনার হিসেবে এলগারের সঙ্গী হিসেবে রেখেছে বাংলাদেশের তামিম ইকবালকে। তিনে রেখেছে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। সম্প্রতি শেষ হওয়া অ্যাশেজে দারুণ ফর্মে ছিলেন স্টিভ স্মিথ। এছাড়াও ভারতের মাটিতেও বেশ ভালো রেকর্ড স্মিথের।

যার কারণে স্মিথও রয়েছেন তাঁদের একাদশে। অলরাউন্ডার হিসেবে লক্ষণ ও স্মিথের একাদশে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। অ্যাশেজে দারুণ ফর্মে ছিলেন ইংল্যান্ডের স্টোকস। একাই ম্যাচ জিতিয়েছিলেন ইংল্যান্ডকে। যার কারণে একাদশে জায়গা পেয়েছেন এ অলরাউন্ডারও।  এছাড়াও রয়েছেন বাবর আজম। উইকেটকিপার হিসেবে তাঁদের একাদশে জায়গা পেয়েছেন ডি কক। চলমান সিরিজে ভারতের বিপক্ষে একটি সেঞ্চুরিও রয়েছে তার।

পেসার হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও ইংল্যান্ডের জোফরা আর্চারকে। সাকিবের পাশাপাশি স্পিনার হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার অফস্পিনার নাথান লায়নকে।

স্মিথ ও লক্ষ্মণের ‘ড্রিম এলেভেন’:

ডিন এলগার, তামিম ইকবাল, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, বাবর আজম, সাকিব আল হাসান, বেন স্টোকস, ডি কক-(উইকেটকিপার), প্যাট কামিন্স, জোফরা আর্চার, নাথান লায়ন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

প্রস্তাব পেয়েও ভারতের কোচ হননি দ্রাবিড়

অবশেষে পুলিশের হাতে গ্রেফতার ভারতের ‘ফিক্সিং সম্রাট’

জামিনে মুক্তি পেলেন কুশল মেন্ডিস

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই কৃত্রিম দর্শকের অনুভূতি

তৃতীয় দফায় দলে যোগ দিবেন আরও তিন পাকিস্তানি ক্রিকেটার