Scores

ভারতের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন ইনজামাম

মাইকেল ভন, জেওফ্রে বয়কট, শোয়েব আক্তারদের মতো সাবেক ক্রিকেটারদের পর এবার ভারতকে ধুয়ে দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক। তৃতীয় টেস্টের উইকেট দেখে হতাশ হয়েছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।

পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে ইনজামামের পদত্যাগ

আহমেদাবাদে তৃতীয় টেস্টের উইকেট নিয়ে সমলোচনা এখনও বন্ধ হয়নি। সাবেক ইংল্যান্ড ক্রিকেটার মাইকেল ভন তো নিয়মিতই ভারতীয়দের নিয়ে ট্রল করেন। এমনকি তৃতীয় টেস্টের পর চতুর্থ টেস্টে কেমন উইকেট বানাতে চলেছে ভারত, সেটি নিয়েও হাস্যরস করেন ভন। আহমেদাবাদ টেস্ট দুই দিনও মাঠে না গড়ানোয় হতাশ হয়েছেন সাবেক ক্রিকেটাররা।

Also Read - নতুন বলের চ্যালেঞ্জ সামালে দৃষ্টি মিঠুনের


এবার সেই দলে যোগ দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে তৃতীয় টেস্টের উইকেট নিয়ে ভারতকে ধুয়ে দেন তিনি। সেই সাথেও এটিও বলেন তিনি মনে করতে পারছেন না শেষ কবে এতো কম সময়ে টেস্ট ম্যাচ শেষ হয়েছে।

“কেউ ভাবতে পারেনি, এমনকি আমি নিজেও মনে করতে পারছি না শেষ কবে দুই দিনের মধ্যে টেস্ট ম্যাচ শেষ হয়েছে। ভারত কি সত্যিই ভালো ক্রিকেট খেলেছিল নাকি পিচের কারণে এমনটা হয়েছে। এমন উইকেট কি টেস্টে রাখা উচিত? আমি ভেবেছিলাম অস্ট্রেলিয়ায় ভারত দারুণ ক্রিকেট খেলেছে। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু আমি মনে করি, টেস্টের জন্য এমন উইকেট মোটেও উপযুক্ত নয়।”

তিনি আরও যোগ করেন, “আহমেদাবাদে যা দেখেছি, তা দেখে মনে হলো- টি-টোয়েন্টি ম্যাচেও তো এর চেয়ে ভালো রান হয়। আইসিসির উচিত এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এ কেমন উইকেট? যেখানে টেস্ট ম্যাচ দুই দিনেও শেষ হয়? টেস্ট ক্রিকেট দুই দিনও চালাতে পারেনি, এটি কী ধরণের উইকেট ছিল। আপনার ঘরোয়া সুবিধা নেওয়া উচিত, একটি স্পিনিং ট্র্যাক করা উচিত, তবে আমি মনে করি না যে এ জাতীয় পিচ তৈরি করা উচিত।”

 আহমেদাবাদে ৩০ উইকেটের মধ্যে ২৮টিই নিয়েছেন স্পিনাররা। যেখানে রুটই পেয়েছেন পাঁচটি! যে কারণে দুই সেরা স্পিনার রবি অশ্বিন এবং অক্ষর প্যাটেলের প্রশংসা করতে পারছেন না পাকিস্তানের এই সাবেক অধিনায়ক।

“যে ম্যাচে রুট ছয় ওভারে পাঁচ উইকেট নিয়েছে, সেখানে বুঝতে পারবেন উইকেটের পরিস্থিতি কি ছিল। যখন রুট পাঁচ উইকেট নিচ্ছেন তখন কেন আমি অশ্বিন এবং প্যাটেলের প্রশংসা করব? টেস্ট ম্যাচের অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, ভেন্যু, উইকেট, গ্রাউন্ড, আম্পায়ার, রেফারি সহ। টেস্ট ম্যাচগুলি টেস্ট ম্যাচের মতো হওয়া উচিত।”

Related Articles

ক্রিকেটার তৈরির মেশিন রয়েছে ভারতে

আমিরের অবসর পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করেছে

‘২০’ বছর পর সৌরভের আউট নিয়ে ইনজামামের স্বীকারোক্তি

বিতর্কিত মন্তব্যের জন্য পিসিবির উপর ক্ষেপলেন ইনজামাম

হতাশায় মুষড়ে পড়া মিসবাহকে দেখে ক্ষেপেছেন সাবেকরা