ভারতের ব্যাটিং নিয়ে শোয়েবের নির্মম রসিকতা
অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে ৩৬ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছে ভারত। বিব্রতকর এই রেকর্ড গড়ার দিনে বিরাট কোহলির দল হেরেছে ৮ উইকেটে। বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইনআপের এমন দৈন্যদশা মেনে নিতে পারছেন না কেউ।
ভারতকে তাই প্রবল বেগে ধেয়ে আসা সমালোচনার তীর সামলাতে হচ্ছে। শুধু সমালোচনা আর নিন্দাই নয়, সহ্য করতে হচ্ছে ঠাট্টাও। এবার ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও ভারতকে নিয়ে করলেন নির্মম রসিকতা।
Also Read - শামীমের যে গুণ দেখে মুগ্ধ খোদ সাকিবলিড নিয়ে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৯ রান বোর্ডে রেখে তৃতীয় দিন শুরু করে ভারত। অজিদের বোলিং তোপে ৩১ রানে ৯ উইকেট হারিয়ে ফেলে কোহলির দল। ৩৬ রানে মোহাম্মদ শামি রিটায়ার্ড হার্ট হিসেবে মাঠ ছাড়লে থামে ভারতের ইনিংস।
৩৬ রানে ৯ উইকেটের পতন- এই অদ্ভুত স্কোরবোর্ড দেখে শোয়েব আখতার ভেবেছিলেন- ভারত বোধহয় ৩৬৯ রান করেছে। তবে নির্মম রসিকতার মাধ্যমে পরোক্ষভাবে ভারতের ব্যাটিং অর্ডারকে ধুয়ে দিয়েছেন শোয়েব।
এক টুইট বার্তায় তিনি বলেন, ‘আমি ঘুম থেকে উঠে দেখি স্কোর ৩৬৯। বিশ্বাসই করতে পারছিলাম না। এরপর চোখ ধুয়ে এসে দেখি ৩৬/৯। আমি এটাও বিশ্বাস করতে পারছিলাম না, তাই আবারো ঘুমাতে চলে যাই।’
I woke up & saw the score 369. I couldn’t believe it.
Then i washed my eyes and saw the score 36/9.
I couldn’t believe it either & went back to sleep. 😳😳😳
Video aa rahi hai.#INDvAUS #INDvsAUSTest— Shoaib Akhtar (@shoaib100mph) December 19, 2020
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।