Scores

ভারতের সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটার কোহলি

বিশ্বখ্যাত বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক ম্যাগাজিন ফোর্বসের ভারতীয় সংস্করণে প্রকাশিত হয়েছে দেশটির সবচেয়ে বেশি আয় করা ১০০ জন সেলিব্রিটির তালিকা। ক্রিকেটারদের মধ্য থেকে সেরা দশে জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনী ও শচীন টেন্ডুলকার।

ভারতের সবচেয়ে বেশি আয় করা ক্রিকেটার কোহলি
আয়ের দিক থেকেও ভারতের আর সব ক্রিকেটারকে পেছনে ফেলেছেন কোহলি।

২০১৮ সালে মোট ২২৮.০৯ কোটি রুপি আয় করে ক্রিকেটারদের মধ্যে প্রথম, এবং সবমিলিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ধোনী (১০১.৭৭ কোটি রুপি)। আর ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে ফেলার পরও নবম স্থানে রয়েছেন শচীন (৮০ কোটি রুপি)।

কোহলির ক্রিকেটারদের মধ্যে সবার আগে থাকার বিষয়টি অনুমিতই ছিল। এই মুহূর্তে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় তারকা তিনিই। যেভাবে ছুটে চলেছেন তিনি, তাতে খুব অল্প সময়ের মধ্যেই হয়ত একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় ব্যাটিং রেকর্ড নিজের দখলে নিয়ে নেবেন। ভেঙে ফেলবেন শচীনের সর্বোচ্চ শতকের রেকর্ডও।

বর্তমানে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শতকের মালিক কোহলি। প্রথম স্থানে থাকা শচীনের ৫১টি শতকের বিপরীতে ইতিমধ্যেই কোহলির নামের পাশে রয়েছে ৩৮টি তিন অংকের স্কোর।

Also Read - আইপিএল নিলামে নিবন্ধন করেছেন ১,০০৩ ক্রিকেটার


২০১৭ সালটা দারুণ গিয়েছিল কোহলির। গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে মোট ২,৮১৮ রান করেছিলেন তিনি — ১০টি টেস্টে ১,০৫৯ রান, ২৬টি ওয়ানডেতে ১,৪৬০ রান, এবং ১০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২৯৯ রান।

যদিও ভারত দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজ হেরে এসেছে, তারপরও চলতি বছরও ব্যাটসম্যান হিসেবে নিজের প্রভাব বজায় রেখেছেন কোহলি। দক্ষিণ আফ্রিকায় ১১ ম্যাচে ৮৭১ রান করেছেন তিনি (৩টি টেস্ট, ৫টি ওয়ানডে, ২টি টি-টোয়েন্টি)। এরপর ইংল্যান্ডে গিয়ে টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে হারে ভারত। কিন্তু সেখানেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন দিল্লীর এই ব্যাটসম্যানই।

এদিকে খেলার মাঠে ২০১৮ সালে ধোনীকে সংগ্রাম করতে হলেও, তাতে তার ব্র্যান্ড ভ্যালুতে এতটুকুও আঁচড় লাগেনি। ২০১৮ সালে ২০টি ওয়ানডে ম্যাচ খেলে একবারও অর্ধশত পার করতে পারেননি তিনি। ২৫ গড়ে করেছেন মাত্র ২৭৫ রান।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে সক্রিয় না থাকা সত্ত্বেও শচীন আছেন শচীনের মতই। পাঁচ বছর আগে নিজের ২০০তম টেস্ট ম্যাচটি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। এর আগে এক বর্ণিল ক্যারিয়ারে ১০০টি আন্তর্জাতিক শতকের পাশাপাশি, আজও তিনি ওয়ানডে ও টেস্ট ফরম্যাটের সবচেয়ে বেশি রানের মালিক।

ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি ১০০ তালিকার সেরা দশঃ
১। সালমান খান (২৫৩.২৫ কোটি)
২। বিরাট কোহলি (২২৮.০৯ কোটি)
৩। অক্ষয় কুমার (১৮৫ কোটি)
৪। দীপিকা পাড়ুকোন (১১২.৮ কোটি)
৫। মহেন্দ্র সিং ধোনী (১০১.৭৭ কোটি)
৬। আমির খান (৯৭.৫ কোটি)
৭। অমিতাভ বচ্চন (৯৬.১৭ কোটি)
৮। রনবীর সিং (৮৪.৬৭ কোটি)
৯। শচীন টেন্ডুলকার (৮০ কোটি)
১০। অজয় দেবগন (৭৪.৫ কোটি)

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারতের দুর্দান্ত জয়, ধাওয়ান-স্মিথের আক্ষেপ

আইসিসির বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০১৯

আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টেস্ট একাদশ

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে কোহলি-মরগানের উন্নতি

কোহলির সাথে দ্বন্দ্বের বিতর্ক নিয়ে মুখ খুললেন রোহিত