Scores

ভারতের সহায়তা ছাড়া খেলাও দেখতে পারছে না পাকিস্তান!

ঘরের মাঠে সিরিজ, যা নিয়ে উৎসাহের কমতি নেই। অথচ এই সিরিজ টিভি পর্দায় দেখাতেও পাকিস্তানকে নিতে হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সহায়তা। যদিও ক্রীড়াক্ষেত্র থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত সবখানেই দুই দেশের সম্পর্কে চরম বৈরিতা!

ভারতের সহায়তা ছাড়া খেলাও দেখতে পারছে না পাকিস্তান!

যে শ্রীলঙ্কা ক্রিকেট দলের জঙ্গি হামলার পর ২০০৯ সালে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট স্থবির হয়ে পড়ে, সেই শ্রীলঙ্কাই শঙ্কা ও ঝুঁকি উপেক্ষা করে গিয়েছে পাকিস্তান সফরে। যদিও লঙ্কানদের বেশিরভাগ সিনিয়র ক্রিকেটারই সফরে যাননি। তবে পরীক্ষিত ক্রিকেটারদের সুযোগ দিয়ে শক্ত দলই পাঠিয়েছে শ্রীলঙ্কা।

Also Read - সকালে মাঠে নামছে সাকিবের বার্বাডোজ


এই সিরিজ নিয়ে পাকিস্তানের উৎসাহ ব্যাপক। কারণটাও স্বাভাবিক। আন্তর্জাতিক-ম্যাচ আয়োজনের ক্ষেত্রে দেশটিতে রীতিমত ‘খরা’। কোনো দল সফরে এলে তাই চাঙা হয় পাকিস্তানের ক্রিকেট অঙ্গন।

তবে অবাক করা খবর- ভারতকে এতদিন পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রে বাধা মনে করা হলেও সেই ভারতের সহায়তায়ই পাকিস্তানের তাদের হোম সিরিজটি টেলিভিশনে সম্প্রচার করছে। পাকিস্তানে টিভি সম্প্রচারের বিষয়ে বিশেষজ্ঞ না থাকায় ভারতীয়দের সহায়তায়ই চলছে সিরিজের সম্প্রচারকাজ।

পাকিস্তানের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় নাগরিক অনিল মোহনের মালিকানাধীন সম্প্রচারকারী প্রতিষ্ঠান চলমান পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজ সম্প্রচারের দায়িত্ব পালন করছে। সম্প্রচারের কাজে আরও প্রায় বিশ জন ভারতীয় নাগরিক এই মুহূর্তে পাকিস্তানে অবস্থান করছেন। সম্প্রচারের ক্ষেত্রে গুরুদায়িত্ব পালন করছেন তারাই।

পিসিবি অবশ্য বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছে। টেন স্পোর্টসের বড় অংশের শেয়ার হোল্ডার ভারতীয় প্রতিষ্ঠান সনি ইন্ডিয়া। তাই ভারতীয়দের ছাড়া সম্প্রচারকাজ চালানো একটু কঠিনই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী অনেক চেষ্টা করেও বারবার মিলে যাচ্ছে এক বিন্দুতে- এটি অবশ্য বেশ বিস্ময় জাগানিয়া!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

জামিনে মুক্তি পেলেন কুশল মেন্ডিস

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই কৃত্রিম দর্শকের অনুভূতি

তৃতীয় দফায় দলে যোগ দিবেন আরও তিন পাকিস্তানি ক্রিকেটার

চূড়ান্ত হল আরও একটি আন্তর্জাতিক সিরিজ

ভারত-অস্ট্রেলিয়ার যৌথ কৌশলে বাদ পড়বে বিশ্বকাপ!