SCORE

সর্বশেষ

ভারতের সিনিয়ররা না থাকার সুবিধা কাজে লাগাতে চায় বাংলাদেশ

আগামী ৬ মার্চ থেকে শ্রীলঙ্কায় বসছে নিদাহাস ট্রফির আসর। টি-২০ ফরম্যাটের এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট তিনটি দল। স্বাগতিক শ্রীলঙ্কার পাশাপাশি আসর মাতাবে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও বাংলাদেশ।

সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছে শ্রীলঙ্কা। সফরে ছিল টি-২০ সিরিজও। লঙ্কানদের ব্যাপারে তাই ভালোই ধারণা আছে বাংলাদেশের। যদিও সিরিজে টাইগারদের পারফরমেন্স ছিল না সন্তোষজনক। তারপরও নিদাহাস ট্রফিকে সামনে রেখে শ্রীলঙ্কার চেয়ে ভারতকেই বেশি ভয় বাংলাদেশের। ফর্মে থাকা দলটি যে নিজেদের দিনে গুঁড়িয়ে দিতে পারে যে কাউকে!

Also Read - পাইবাসই হচ্ছেন বাংলাদেশের কোচ

তবে বাংলাদেশের জন্য স্বস্তির বিষয়, এই সিরিজে ভারতের স্কোয়াডে নেই বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির মতো কয়েকজন সিনিয়র খেলোয়াড়। আর তারা না থাকার এই ফায়দা কাজে লাগানো উচিত বলে মনে করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।

তিনি বলেন, ‘(ভারতের সিনিয়ররা না থাকায়) মানসিকভাবে একটু তো সুবিধা থাকেই। তবে ভারত এমন একটা দল যাদের বিকল্প খেলোয়াড় অনেক। ওদের যারাই খেলার সুযোগ পায় দুর্দান্ত খেলে। ওরা জানে যে ভালো খেলার এটাই সুযোগ।’ শক্তির কথা যদি বিবেচনা করেন তারা অতটা পিছিয়ে থাকবে না। হ্যাঁ, যদি কিছু নাম দেখেন, তাদের কয়েকজন সিনিয়র খেলোয়াড় যদি না থাকে স্বাভাবিকভাবেই প্রতিপক্ষ একটা মনোবল পাবে। আশা করছি, এটা আমরা কাজে লাগাতে পারব।’

টি-২০’তে বাংলাদেশ এখনও নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। সেই তুলনায় যথেষ্ট পরিণত ভারত ও শ্রীলঙ্কা। তবে খেলোয়াড়দের ভালো খেলা কামনা করার পাশাপাশি নিদাহাস ট্রফিতে ভালো করার প্রত্যাশা আকরামের, ‘এ মুহূর্তে বাংলাদেশ দলের জয়ে ফেরাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ম্যাচ জিততে পারেন মানসিক-শারীরিকভাবে সবাই চনমনে হবে। প্রতিপক্ষ দুটিই শক্তিশালী দল। শ্রীলঙ্কা নিজেদের মাঠে অনেক শক্তিশালী। আপনি যদি তিন সংস্করণের তুলনা করেন আমরা টি-টোয়েন্টিতে দুর্বল। এটা কাটিয়ে উঠতে সময় লাগবে। গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়দের ভালো খেলা। আমাদের এ দলই শ্রীলঙ্কাকে হারিয়েছে। পারফরম্যান্স হচ্ছে ঢেউয়ের মতো, কখনো উঠবে, কখনো নামবে। আমরা এখন যে অবস্থায় আছি, আশা করি এখান থেকে ভালো অবস্থানে আসত পারব।’

আরও পড়ুনঃ পাইবাসই হচ্ছেন বাংলাদেশের কোচ 

Related Articles

পাকিস্তানকেই এগিয়ে রাখছেন আকরাম

জুনিয়রদের দিকে তাকিয়ে নির্বাচকরা

এশিয়া কাপে ভালো করা সম্ভব, তবে…

বড় শাস্তি পেতে যাচ্ছেন সাব্বির!

টেস্টে আলাদা দল চান না আকরাম