Scores

এবার ধোনি, গিলক্রিস্টদের পাশে মুশফিক

ভারতের সঙ্গে একমাত্র টেস্টে হেরেছে বাংলাদেশ। তবে অধিনায়ক মুশফিকুর রহিম করেছেন অনন্য এক রেকর্ড। যে রেকর্ড দুটি এর আগে করেছেন মহেন্দ্র সিং ধোনি ও অ্যাডাম গিলক্রিস্ট।

হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে মুশফিকের ব্যাট থেকে এসেছে ১২৭ রান। এটি তার পঞ্চম টেস্ট সেঞ্চুরি। এই সেঞ্চুরিতে দারুণ এক কীর্তিও গড়েছেন বাংলাদেশ অধিনায়ক। ভারতের মাটিতে টেস্ট সেঞ্চুরি করা মাত্র তৃতীয় উইকেটকিপার-অধিনায়ক মুশফিক।

হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে মুশফিকের ব্যাট থেকে এসেছে ১২৭ রান।

ভারতের মাটিতে গিলক্রিস্টের টেস্ট সেঞ্চুরি আছে দুটি। ২০০১ সালে মুম্বাইয়ে ১২২ ও ২০০৪ সালে বেঙ্গালুরুতে ১০৪। এর মধ্যে বেঙ্গালুরু টেস্টে উইকেটকিপারের পাশাপাশি অস্ট্রেলিয়ার অধিনায়কও ছিলেন ‘গিলি’। আর ধোনির টেস্ট ক্যারিয়ারের ছয় সেঞ্চুরির পাঁচটিই ভারতের মাটিতে। পাঁচটিতেই তিনি ছিলেন ভারতের উইকেটকিপার-অধিনায়ক।

Also Read - মধ্যাঞ্চলের দরকার ২৭২, ধুঁকছে উত্তরাঞ্চল


ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে বিরল আরও এক রেকর্ড গড়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ভারতের হয়ে সেঞ্চুরি করেছিলেন ঋদ্ধিমান সাহা। পরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন মুশফিক। এর আগেও প্রতিপক্ষের উইকেটরক্ষকের সঙ্গে সেঞ্চুরি করেছিলেন মুশফিক।

আর এর মধ্য দিয়ে অনন্য রেকর্ডের মালিক হলেন বাংলাদেশ টেস্ট দলপতি। একমাত্র মুশফিকই, যার এই রেকর্ড রয়েছে দু’বার। এর আগে ২০১৩ সালে মুশফিক শ্রীলঙ্কার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। সেই ম্যাচে সেঞ্চুরি করে‌ছিলেন শ্রীলঙ্কার উইকেটকিপার চান্দিমালও।

ফলে বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট, এবি ডিভিলিয়ার্স, মহেন্দ্র সিং ধোনি ও কুমার সাঙ্গাকার যে রেকর্ড নেই সেই রেকর্ড আছে বাংলাদেশি উইকেটরক্ষকের।

  • মাকসুদুল হক, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওবায়দুল কাদেরকে দেখতে হাসপাতালে মাশরাফি

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ভারত

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

শঙ্কা কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে খেলছেন মুস্তাফিজ

দুদকের শুভেচ্ছাদূত হলেন সাকিব