Scores

ভারতে সাইফের টানা ‘৩’ টস জয়

লখনৌতে সিরিজের  তৃতীয় ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল। স্বাগতিকদের বিপক্ষে আজ আরও একবার টস জিতেছেন বাংলাদেশের দলনেতা সাইফ হাসান। টানা তৃতীয় টস জয়ের দিন আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারীরা।

সাইফ হাসান। ফাইল ছবি


আগের ম্যাচে ভারতকে হারানোর পরও একাদশে পরিবর্তন এনে আজ মাঠে নামছে বাংলাদেশ। চোট কাটিয়ে একাদশে ফিরেছেন জাকির হাসান। তাকে জায়গা করে দিতে একাদশের বাইরে ছিটকে গেছেন আল-আমিন জুনিয়র। এর আগে প্রথম ওয়ানডেতে ৪৮ রান করার পর চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন জাকির।

প্রসঙ্গত, সিরিজের প্রথম ম্যাচে.৩৪ রানে হারার পর দ্বিতীয় ওয়ানডেতে জয় পায় বাংলাদেশ। বৃষ্টি-আইনে ভারতকে ৫ রানের ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। এর ফলে আজ দু’দলের সামনেই সুযোগ থাকছে সিরিজে এগিয়ে যাওয়ার।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো একই মাঠে অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ সেপ্টেম্বর।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ দল: সাইফ হাসান (অধিনায়ক), সাব্বির হোসেন, জাকির হাসান, ইয়াসির আলি চৌধুরী, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), মেহেদী হাসান, আরিফুল হক, ফারদীন হাসান অনি, তানভির ইসলাম, সুমন খান ও আবু হায়দার রনি।

Also Read - ঘরের মাটিতে ভারতকে উড়িয়ে দিল প্রোটিয়ারা


প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল আয়োজনের চেষ্টা করবে বিসিবি

শনিবার থেকে অনুশীলন, কোয়ারেন্টিন শেষে ফিরবেন তামিম

চিকিৎসার জন্য ইংল্যান্ড গেলেন তামিম

দুই কন্যা বদলে দিয়েছে সাকিবের জীবন

অনুশীলনে ফিরছেন সাকিব