Scores

ভারত অনূর্ধ্ব-১৯ দলে শচীন পুত্র

যে কোনো কিংবদন্তীর উত্তরসূরি নিয়ে সবারই কম বেশি আগ্রহ থাকে। বাদ যান নি শচীন পুত্র অর্জুন টেন্ডুলকারও। বাবার মত নাম কামাতে পারবেন কি না সেটা হয়ত সময়ই বলবে কিন্তু ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়ে জানান দিয়ে রাখলেন হারিয়ে যান নি অর্জুন।

ছবিঃ রেপিড লিকস

গত বছর সেপ্টেম্বরে মুম্বাই অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেয়েছিলেন অর্জুন। আগামী মাসে লঙ্কান যুব দলের বিপক্ষে চারদিনের ও ৫০ ওভারের ম্যাচ খেলবে ভারতের যুবারা। চারদিনের ম্যাচ দুটির জন্য ডাক পেয়েছেন শচীন তনয়।

এর আগে ১৮ বছর বয়সী এই পেসার গত বছর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার লর্ডস টেস্টের আগে নেটে বোলিং করেছিলেন। জনি বেয়ারস্টকে অসাধারণ ইয়র্কার দিয়ে প্রায় ফেলেই দিয়েছিলেন ইঞ্জুরিতে। গত বছর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজের সময়েও নেটে বোলিং করতে দেখা যায় অর্জুনকে।

Also Read - বাংলাদেশ আফগানিস্তান সিরিজের সেরা তিন


ভারতের অনূর্ধ্ব-১৯ দলের জোনাল ক্যাম্পে ছিলেন অর্জুন। চলতি বছরের শুরুর দিকে অস্ট্রেলিয়ার সিডনিতে গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটে বলে পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের নজর  নিজের দিকে টানেন ১৮ বছর বয়সী এই বাঁহাতি পেস বোলার। সেই ম্যাচে বল হাতে চার উইকেটের পাশাপাশি ২৭ বলে ঝড়ো ব্যাটিংয়ে ৪৮ রান করেন অর্জুন।

বাবার ঠিক উল্টো হয়েছেন ছেলে। ডানহাতি ব্যাটিং গ্রেট ছিলেন শচীন টেন্ডুলকার। ছেলে বাঁহাতি পেস বোলার। ব্যাটও করেন বাম হাতে। বেশ কার্যকরী তাঁর বোলিং। না হলে নিশ্চয় জাতীয় দলের নেট পর্যন্ত যেতে পারতেন না এই ছোট টেন্ডুলকার।

শ্রীলঙ্কায় চার দিনের ম্যাচ দুটি হবে আগামী জুলাইয়ে। অতিথিদের সেই সিরিজে নেতৃত্ব দেবেন ১৮ বছর বয়সী দিল্লি দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান অনুজ রাওয়াত। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা পাননি অর্জুন। সেই সিরিজে ভারত দলকে নেতৃত্ব দেবেন ১৬ বছর বয়সী উত্তরপ্রদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান আরিয়ান জুয়েল। আরিয়ান জুয়েল এ বছর অ-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।

আরো পড়ুনঃ কঠিন সময়ের চ্যালেঞ্জ সহজভাবেই নিচ্ছেন নতুন কোচ

 

Related Articles

মুম্বাই ইন্ডিয়ান্সে শচীন-পুত্র অর্জুন!

“সাফল্যের পথে শর্টকাট বলে কিছু নেই”

মুম্বাই টি-২০ লিগে সবচেয়ে বেশি দাম অর্জুনের

ভিডিওগ্রাফে শচীন-পুত্র বনাম ভারতীয় নারী!