
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর সাথে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এর ঝামেলা শুরু হয়েছে। আইসিসি’র ফিনান্স কমিটি থেকে সব গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু দুবাইয়ে আইসিসি’র ফিনান্স কমিটির বৈঠকে ভারতের কোনো প্রতিনিধিত্ব রাখা হয় নি। যার দরূণ এই ঝামেলার সূত্রপাত ঘটে।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে কথা বলেন বিসিসিআই সচিব অজয় শির। আইসিসি’র ফিনান্স কমিটিতে ভারতীয় সদস্য না থাকাকে চরম অপমানজনক দাবী করে নিজের ক্ষোভ প্রকাশ করে শির বলেন, “অর্থ, বাণিজ্য ও নির্বাহী কমিটিতে আমাদের কোনও প্রতিনিধিত্ব নেই। আর এসব কমিটিতেই সব সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্য দিয়ে আমাদের চরমভাবে অপদস্থ করা হয়েছে।”
তবে আইসিসিকে নীতি বদলাতে বলেছেন শির। আর সেটি না করলে নিজেদের স্বার্থ রক্ষায় যা করার প্রয়োজন তাই করবে বলে হুমকি দিয়েছেন শির। তিনি বলেন, ” আমরা আইসিসিকে জানিয়ে দেব হয় নিজেদের নীতি বদলাও, না হলে ভারতীয় ক্রিকেটের স্বার্থরক্ষা করতে আমাদের যা যা করার দরকার আমরা তার সবই করবো।”
প্রয়োজন হলে ২০১৭ সালে ইংল্যান্ডের মাঠে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজেদের সরিয়ে নিবে ভারত। এমনটাই জানিয়েছেন অজয় শের। তিনি বলেন, “এমনকি সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলে নেওয়াও হতে পারে। তবে আশা করব, ব্যাপারটা এতদূর গড়াবে না।”
তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হুশিয়ারী দিলেও আইসিসি থেকে এর পরিপ্রেক্ষিতে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয় নি।
উল্লেখ্য, দুবাইয়ের আইসিসির এই বৈঠকে দ্বি-স্তর টেস্ট নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। পাশাপাশি বৈঠকে টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও আলোচনা হয়। কিন্তু আলোচনা শেষে ভারত জানতে পারে গুরুত্বপূর্ণ আইসিসি’র ফিনান্স কমিটিতে ভারতের কোনো সদস্য রাখা হয় নি।