Scores

ভারত আয়োজন না করলে টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে?

গত ২৬ এপ্রিল শেষ হয়েছে আইসিসির বোর্ড সভা। আইসিসির এবারের বোর্ড সভায় গৃহীত হয়েছে বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত।

ভারত আয়োজন না করলে টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে?

২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসর। কিন্তু সভার সিদ্ধান্ত অনুযায়ী তা আর হচ্ছে না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরিবর্তে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ- কলকাতায় আইসিসির বোর্ড সভা শেষে এমনটাই জানানো হয়। সভায় অনুমোদন দেওয়া হয়েছে ২০১৯-২০২৩ সালের পাঁচ বছর ব্যাপী ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি)।

Also Read - রাতে মাঠে নামছেন মুস্তাফিজরা


তবে আইসিসির এমন সিদ্ধান্তের পর বেঁকে বসেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই। সংস্থাটি ওয়ানডে ফরম্যাটেই চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন চায়। অন্যথায় আসরের স্বাগতিক হওয়া দূরে থাক, অংশগ্রহণ না করার হুমকিও দেওয়া হচ্ছে!

এমন পরিস্থিতিতে বেশ উত্তাপ ছড়াচ্ছে ক্রিকেট অঙ্গনে। আইসিসিও নিজেদের সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিসিসিআই ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব না নিলে আয়োজনের ভার ন্যস্ত হতে পারে বাংলাদেশ বা শ্রীলঙ্কা কিংবা উভয়ের উপর।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির বদলে টি-২০ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করায় টানা দুই বছরে দুইটি টি-২০ বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। এমন ঘটনা ঘটবে দ্বিতীয়বার, যা আগে ঘটেছিল ২০০৯ ও ২০১০ সালে। ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপের সাথে একই বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ এড়াতে ২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল।

২০২১ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে উন্মুখ হয়ে ছিল স্বাগতিক ভারত। আইসিসি প্রস্তাব দিয়েছিল টি-২০ ফরম্যাটে এ টুর্নামেন্ট আয়োজনের। কিন্তু ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই তার বিরোধিতা করে ওয়ানডে ফরম্যাটে আয়োজন করতে চায়। এ নিয়ে চলছিল মতবিরোধও। সভা শেষে জানানো হলো চ্যাম্পিয়ন্স ট্রফিই হচ্ছে না! আইসিসির এমন সিদ্ধান্তের ফলে হুমকির মুখে পড়লো চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যতই। সেই সাথে আইসিসির সাথে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআইরও শুরু হল নতুন করে দ্বন্দ্ব।

আরও পড়ুনঃ পূর্বাচলের স্টেডিয়াম হবে বিশ্বের অন্যতম সেরা!

Related Articles

আইসিসির মাসসেরার মনোনয়ন পেয়ে আলোচনায় নেপালের কুশল

ভারতে অনুষ্ঠিত না হলেও বিশ্বকাপ ছাড়বে না বিসিসিআই

পিচের কারণে ডিমেরিট পয়েন্ট পেল পাল্লেকেলে

কমনওয়েলথ গেমসে কোয়ালিফাই করল ‘৭’ দল

নিষিদ্ধ হলেন আরব আমিরাতের আরেক ক্রিকেটার