Scores

ভারত টেস্ট দল থেকে বাদ রাহুল, নতুন মুখ শুভমান

ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিক ভারত। পেটিএম ফ্রিডম সিরিজ ফর গান্ধী-ম্যান্ডেলা ট্রফির এই ১৫ সদস্যের দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন শুভমান গিল।

ভারত টেস্ট দল থেকে বাদ রাহুল, নতুন মুখ শুভম্যান

তবে কপাল পুড়েছে লোকেশ রাহুলের। এই সিরিজের দলে জায়গা হয়নি তার। এছাড়া বাকি জায়গাগুলোতে ওয়েস্ট ইন্ডিজ সফর করা দলের উপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

Also Read - কাঁদলেন নাফিসা, অংশ হতে চান বঙ্গবন্ধু বিপিএলের


২০ বছর বয়সী শুভমান প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ১৪টি ম্যাচ। টেস্টে এবারই অভিষেক হতে যাচ্ছে তার। তবে এর আগে খেলেছেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট। ২টি ওয়ানডে খেলে এই ওপেনিং ব্যাটসম্যানের ঝুলিতে আছে অবশ্য মাত্র ১৬ রান।

চলতি মাসের শেষদিকে ভারত সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমে, যা শুরু হবে ২ অক্টোবর। ১০ অক্টোবর পুনেতে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। আর তৃতীয় ও শেষ টেস্টের ভেন্যু রাঁচি, যে ম্যাচটি শুরু হবে ১৯ অক্টোবর থেকে।

একনজরে ভারত টেস্ট দল: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হানুমা বিহারী, রিশাভ পান্ট (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, শুভমান গিল।


প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কোহলিদের সামনে উড়ে গেল প্রোটিয়ারা

দেশের বাইরে ম্যাচ জিতলে দ্বিগুণ পয়েন্ট কেন নয়!

টেস্ট চ্যাম্পিয়নশিপে উড়ছে ভারত

পিয়েত-মুতুস্বামীও বাঁচাতে পারলো না দক্ষিণ আফ্রিকার হার

লাল বলের ক্রিকেটে অনীহা পেসারদের!