Scores

ভারত নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আরব আমিরাতে!

২০২১ সালের অক্টোবরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর মাঠে গড়ানোর কথা রয়েছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খানের দাবি, বহুল আলোচিত ও প্রতীক্ষিত এই বিশ্বকাপ আসর ভারত থেকে সরে যেতে পারে।

ভারত থেকে সরে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান। ফাইল ছবি

ভারতে করোনা পরিস্থিতির নাজুক অবস্থা যেন দূর হওয়ার নয়। গত মার্চ থেকেই দেশটিতে বন্ধ সব ধরনের ক্রিকেট। বিসিসিআই ঘরের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের সাহসও করেনি। ওয়াসিমের দাবি, ১৩তম আইপিএল আসরের মত আগামী বছরের বিশ্বকাপও ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে।

তিনি বলেন, ‘ভারতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে এখনো সংশয় রয়েছে। আর তা সেখানকার করোনা পরিস্থিতির জন্য। এই আসরটি সংযুক্ত আরব আমিরাতেও অনুষ্ঠিত হতে পারে।’

Also Read - করোনার প্রটোকল ভেঙে বহিষ্কৃত পাকিস্তানি ক্রিকেটার


টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল ভারতে, ২০১৬ সালে। চলতি বছর অস্ট্রেলিয়ায় সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপের সপ্তম আসর বসার কথা ছিল। কিন্তু করোনার কারণে সেই আসর স্থগিত করে পিছিয়ে নেওয়া হয়েছে ২০২২ সালে। ২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন পূর্বনির্ধারিতই ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সৌরভ গাঙ্গুলির বোর্ড আদৌ বিশ্বকাপ আয়োজন করতে পারবে কি না এ নিয়ে জেগেছে শঙ্কা।

ভারতে বিশ্বকাপ হলেও ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ পাকিস্তান এতে অংশ নিতে কোনো অসুবিধা হবে না বলে জানান ওয়াসিম। তিনি জানান, খোদ পিসিবি সভাপতি এহসান মানি ভারতের কাছে পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা প্রাপ্তির ব্যাপারে লিখিত আশ্বাসের জন্য আহ্বান জানিয়েছেন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

আগামী বিশ্বকাপ ভারতে হলে ফেরত নেওয়া হবে টিকেট

বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা আসছে দ্রুতই