
যত দিন গড়াচ্ছে, তত গাঢ় হচ্ছে টি-২০ বিশ্বকাপের রঙ। সুপার টুয়েলভের অর্ধেক খেলা শেষে আস্তে আস্তে জমতে শুরু করেছে এবারের আসর। সেই সাথে শুরু হয়ে গেছে সেমিফাইনালের লাইন-আপ নিয়ে জল্পনা-কল্পনাও৷

সাধারণ ভক্ত থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞ কিংবা ক্রিকেটের সবুজ গালিচা মাতানো সাবেক ক্রিকেটার- বাদ যাচ্ছেন না কেউই৷ চুলচেরা বিশ্লেষণ চলছে দলগুলোর নিবেদন, পরের পর্বে যাওয়ার সম্ভাবনা আর সম্ভাব্য চ্যাম্পিয়নকে নিয়ে। মরুর বুকের উত্তপ্ত বিশ্বকাপের এই যখন সর্বশেষ অবস্থা তখন টুইটারের সবচেয়ে সরব ক্রিকেটারদের একজন শেন ওয়ার্ন নীরব থাকেন কিভাবে?
অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার ও ক্রিকেট বিশেষজ্ঞ শেন ওয়ার্নও তাই বেছে নিলেন সম্ভাব্য সেমিফাইনালিস্টদের তালিকা। নিজের অফিশিয়াল টুইটার একাউন্ট থেকে করা টুইটে এই তালিকা প্রকাশ করেছেন সর্বকালের অন্যতম সেরা এই ঘূর্ণি-জাদুকর।
I still believe the teams that will top each group & make it through will look like this, plus semi’s & final…
— Shane Warne (@ShaneWarne) October 30, 2021
1.England
2. Australia
1.Pakistan
2. India
Semi’s
Eng V India
Aust V Pak
So final will be either
India V Pak or
Aust V England @SkyCricket @FoxCricket
ইতোমধ্যেই সেমিফাইনালে এক পা দিয়ে ফেলা পাকিস্তান আর ইংল্যান্ড দল স্বাভাবিকভাবেই আছে শেন ওয়ার্ন প্রকাশিত সেমিফাইনালিস্টদের তালিকায়। সেই সাথে নিজ জন্মভূমি অস্ট্রেলিয়া আর বিশ্ব ক্রিকেটের পরাশক্তি ভারতকেও হিসাবের বাইরে রাখতে নারাজ তিনি। তার মতে, সেমিফাইনালে যাওয়ার পরীক্ষায় ঠিকই উতরে যাবে এই দুই দল৷

ওয়ার্নের দেওয়া টুইট অনুসারে সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া আর ভারতের প্রতিপক্ষ হবে উড়তে থাকা ইংলিশরা৷ সেই সাথে ফাইনালের দুই দলও অনুমান করেছেন তিনি৷
শেন ওয়ার্ন লিখেছেন, ‘আমি বিশ্বাস করি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত এবং পাকিস্তান নিজেদের গ্রুপের সেরা হিসেবে পরের রাউন্ডে যাবে৷ সাথে সাথে সেমিফাইনালের লাইনআপ হবে ইংল্যান্ড বনাম ভারত এবং পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া৷ আর ফাইনালে খেলবে পাকিস্তান ভারতের বিপক্ষে অথবা ইংল্যান্ড মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।’
অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার স্বপ্ন দেখছেন উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচের৷ আর তার সেই স্বপ্নের ফাইনালে মুখোমুখি হতে পারে দুই চিরশত্রু ভারত আর পাকিস্তান। আবার আরেক রোমাঞ্চকর ক্রিকেটীয় দ্বৈরথ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লড়াইয়ের সম্ভাবনাও উড়িয়ে দেননি ওয়ার্ন৷
বিশ্বকাপের খেলা সরাসরি দেখতে ক্লিক করুন এখানে।
কুইজ খেলে প্রতিদিন বাইক জিততে ক্লিক করুন এখানে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।