Scores

ভারত-বাংলাদেশ ম্যাচ থেকে জুয়াড়ি আটক

গোলাপি বলে ভারত বাংলাদেশ খেলে ফেলল নিজেদের প্রথম টেস্ট। ইডেনের দিবারাত্রির এই টেস্টকে ঘিরে দুই দেশের পাশাপাশি ক্রিকেট বিশ্বও যেন বুঁদ হয়ে ছিল রোমাঞ্চে। বিশেষ করে ভারতের মত দলের প্রথম দিবারাত্রির ম্যাচ- বাড়তি উন্মাদনা তো থাকবেই।

টসের সিদ্ধান্ত ভুল, মানতে নারাজ টিম ম্যানেজমেন্ট

সেই ম্যাচের ইতি ঘটেছে টাইগারদের প্রতিরোধহীন ক্রিকেটে। তবে শুরুর আগেই ঐতিহাসিক তকমা পাওয়া এই ম্যাচেও নজর রেখেছিল জুয়াড়িরা। ম্যাচ চলাকালেই মাঠ থেকে ৩ জন জুয়াড়িকে আটক করা হয়।

Also Read - কী করবেন চতুর্থ ও পঞ্চম দিনের দর্শকরা?গ্যালারিতে বসে সাধারণ দর্শকের বেশেই খেলা দেখছিলেন ঐ তিন জুয়াড়ি। বাজিকরদের উপস্থিতির ব্যাপারে গোপন তথ্যের ভিত্তিতে ২২ নভেম্বর ম্যাচের প্রথম দিনের শুরু থেকেই জোর নজরদারি চলছিল।

এক পর্যায়ে গ্যালারির জি-১ ব্লকে তিন জুয়াড়ির উপস্থিতি নিশ্চিত হলে কলকাতা পুলিশ তাদের আটক করে। আটককৃতরা হলেন- শম্ভু দয়াল (৪০), মুকেশ গরে (৪৬) ও চেতন শর্মা (৩১)।

মাঠে বসে অত্যাধুনিক ডিভাইস ব্যবহার করে তারা অন্য জুয়াড়িদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। তাদের ৩ জনের কাছে থেকে ১০টি মুঠোফোন সেট ও ৪টি অন্যান্য গ্যাজেট উদ্ধার করা হয়, যা জুয়ার কাজে ব্যবহার করা হচ্ছিল।

এই ৩ জুয়াড়ির দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের সাড়ার স্ট্রিটের একটি হোটেল থেকে আরও দুই জুয়াড়িকে আটক করা হয়। তারা হলেন- ভিষেক শুক্লা (৩৫) এবং আইয়ুব আলী (৪৪)। তাদের কাছ থেকে ৬টি মুঠোফোন সেট, ১টি ল্যাপটপ ও নগদ ১ লাখ ৪০ হাজার রুপি উদ্ধার করা হয়।

আটক ৫ জুয়াড়ির বিরুদ্ধে ময়দান পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশি ব্যাটসম্যানদের ‘দুর্বলতা’ আগেই জানতেন শামি!

ভোগলেকে অপমান করে ‘অনুতপ্ত’ সঞ্জয়

কী করবেন চতুর্থ ও পঞ্চম দিনের দর্শকরা?

বাংলাদেশের সমর্থকদের জন্য খারাপ লাগছে গাভাস্কারের

বাংলাদেশের ক্রিকেটারদের ‘তাচ্ছিল্য’ করে বিজ্ঞাপন কলকাতা পুলিশের!