Scores

ভারত যাচ্ছে অনূর্ধ্ব-২৩ দল, ‘এ’ দল শ্রীলঙ্কায়

ঘরোয়া মৌসুমে বিরতি চললেও বাংলাদেশের ক্রিকেটে এখন বেশ ব্যস্ততা। ঘরের মাঠে জাতীয় দল খেলছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও বসে নেই। সফরকারী দল হিসেবে নতুন মিশনে নামার অপেক্ষায় বাকি ক্রিকেটাররা।

ভারত যাচ্ছে অনূর্ধ্ব-২৩ দল, ‘এ’ দল শ্রীলঙ্কায়

জাতীয় দল হোম গ্রাউন্ডে লড়লেও বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ও ‘এ’ দল লড়তে যাচ্ছে বিদেশের মাটিতে। দুটি দলই থাকছে এশিয়ায়; অনূর্ধ্ব-২৩ দল ভারতে ও ‘এ’ দল শ্রীলঙ্কায়।

Also Read - আফগানিস্তানের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ


আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) অনূর্ধ্ব-২৩ দল ভারতের উদ্দেশে দেশ ছাড়বে। বলা বাহুল্য, বয়সভিত্তিক দলটিতে তরুণ ক্রিকেটাররাই সুযোগ পাবেন, যাদের কয়েকজনের আছে জাতীয় দলের সাথে থাকার অভিজ্ঞতাও। বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের ক্রিকেটাররাই প্রাধান্য পাবেন এই দলে। ভারত সফরে দলটি পাঁচটি একদিনের ম্যাচ খেলবে।

অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দল যাবে শ্রীলঙ্কায়। স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে দলটি খেলবে দুটি চারদিনের ম্যাচ ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের পৃথক দুটি সিরিজ। ‘এ’ দল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ত্যাগ করবে আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর)।

‘এ’ দলে জায়গা পাবেন জাতীয় দলে খেলা পরীক্ষিত ক্রিকেটাররাই, যারা নেই চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ভাবনায়। লঙ্গার ভার্শনের সিরিজে ‘এ’ দলকে নেতৃত্ব দিতে পারেন মুমিনুল হক, অন্তত এমনই গুঞ্জন ক্রিকেট আঙিনায়। তবে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে দেখা যেতে পারে অন্য কাউকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য এখনো অনূর্ধ্ব-২৩ দল ও ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেননি। তবে শীঘ্রই জানানো হবে, দেশকে প্রতিনিধিত্ব করতে কারা যাচ্ছেন ভারত শ্রীলঙ্কা সফরে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়েস্ট ইন্ডিজের জয়ে টুইটারে প্রশংসার জোয়ার

হোল্ডার-গ্যাব্রিয়েল তোপে ওয়েস্ট ইন্ডিজের রোমাঞ্চকর জয়

আইসিসির চেয়ারম্যান হওয়ার বিষয়ে মুখ খুললেন সৌরভ

খেলা বন্ধের কারণ যখন ‘টাইগার’

সৌরভকে নাসেরের অতি প্রশংসা মনে ধরল না গাভাস্কারের