Scores

‘ভালোর কোন শেষ নেই’

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের মিশন শেষ করে দেশে ফিরেছেন তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। চোটের কারণে শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি তিনি। বিশ্বকাপে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে কিছুটা সন্তুষ্ট প্রকাশ করেছেন সাইফ। তবে এর চেয়ে ভালো করা যায় বললেন তিনি।

‘প্রিয় শহর’ কলকাতার হয়ে খেলতে চান সাইফউদ্দিন

বিশ্বকাপে মুস্তাফিজুর রহমানের পরেই সেরা বোলার মোহাম্মদ সাইফউদ্দিন। বিশ্বকাপে বল হাতে ৭ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন তিনি। তবে ব্যাট হাতে তেমন প্রমাণ করতে পারেননি নিজেকে সাইফউদ্দিন। ৫ ইনিংসে ২৯ গড়ে করেছেন ৮৭ রান। বিশ্বকাপ মিশন শেষে শ্রীলঙ্কা সফরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সাইফউদ্দিন।

Also Read - ৬ চার ও ১ ছক্কায় মুশফিকের অর্ধশতক


তবে পুরনো চোট, পিঠের ব্যথার কারণে শেষ পর্যন্ত দলের সঙ্গে যেতে পারেননি সাইফ। বিশ্বকাপ মিশন নিয়ে কথা বলেছেন এ তরুণ অলরাউন্ডার। বোলিং পারফরম্যান্স নিয়ে মোটামুটি খুশি এ ক্রিকেটার। তবে উন্নতির যে কোন শেষ নেই সেটাও বললেন সাইফউদ্দিন।

“যদি উইকেটের দিক দিয়ে দেখেন পেয়েছি আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ইকোনোমিটা ভালো ছিল না। অনেক এক্সপেন্সিভ ছিলাম। আর ব্যাটিংয়ের কথা বললে যেই কয়েকটা ম্যাচে সুযোগ পেয়েছি ভালো করেছি। কিন্তু ভালোর তো কোনো শেষ নাই আরো ভালো করা যায়। এই সব ছোট ছোট বিষয় নিয়ে কাজ করতে পারলে আরো ভালো করতে পারব আশা করি।”

প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে গিয়ে তিক্ত এক অভিজ্ঞতার শিকার হয়েছেন সাইফ। গুঞ্জন উঠেছিল ইচ্ছে করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামেননি তিনি। তবে এ খবর তাকে খুব পুড়িয়েছে। বিশ্বকাপে বাজে অভিজ্ঞতা নিয়ে কিছু ভাবছেন না তিনি।

“যেটা চলে যায় সেটা নিয়ে আর চিন্তা করি না। সেখান থেকে কোনো অভিজ্ঞতা নেওয়ার থাকলে সেটা নেই। কিন্তু আমি সামনে কি করব সেটা নিয়ে চিন্তা করি। এর চেয়ে বেটার কিভাবে করা যায়, কিভাবে নিজেকে নিজেই ছাড়িয়ে যাওয়া যায়।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশ সিরিজে ধোনিকে রাখার পক্ষে নন গাভাস্কার

আইপিএল থেকে মালিঙ্গাদের উপর চাপ দেয়া হচ্ছে!

সাকিব-রিয়াদের অনুপ্রেরণাতেই সফল আমিনুল

‘আমাদের এই জায়গাটাতে ঘাটতি রয়েছে’

‘যদি ক্রিকেটার হতেই হয়, মাশরাফির মতো হবি’