
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সব দলগুলোই চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাঠে নামবে। সাকিব আল হাসানের আশা তার দল জয়ের জন্য যা যা প্রয়োজন কিছু করে নিজেদের শতভাগ উজাড় করে দিবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। ভালো উইকেট ও ভালো ম্যাচের আশা করছেন সাকিব।

সাকিবের দল বরিশালে আছেন দেশি-বিদেশি তারকারা। এক ঝাঁক তারকার ভিড়েও নিজেদের দলকে ভিন্ন হিসেবে দেখছেন না সাকিব। বরং তিনি বলছেন, সব দলই খেলবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তবে তাদের দলের তারকা ক্রিকেটাররা সবাই নিজেরাও ভালো করার তাড়নায় থাকবেন আর সেটিকেই দলের জন্য সবচেয়ে ইতিবাচক হিসেবে দেখছেন সাকিব।
বরিশালের অধিনায়ক সাকিব বলেন, “যারা এই টুর্নামেন্টে আছে সব দলেরই প্রত্যাশা আছে। সবাই যেহেতু পেশাদার ক্রিকেটার, তাদের নিজেদেরও ভালো করার তাগিদ আছে। এটা আমাদের জন্যও একটা প্রেরণার ব্যাপার। আমরা এটাকে ইতিবাচকভাবে নেওয়ার চেষ্টা করছি এবং এটা থেকে যেন আমরা ভালো কিছু করতে পারি।”
তিনি আরও বলেন, “টুর্নামেন্ট শুরুর আগে এগুলো বলা মুশকিল। বাকি ছয় দলের সাথে আমাদেরও একইরকম মনে হচ্ছে এখন। প্রথম এক-দুইটা ম্যাচ হয়ে গেলে বিশ্লেষণ করা সম্ভব। এখন মনে হচ্ছে খুবই ভারসাম্যপূর্ণ একটা দল। তবে সবই নির্ভর করে টুর্নামেন্ট শুরু হওয়ার পরে।”

মিরপুরের উইকেট নিয়ে বরাবরই সবার অভিযোগ থাকে। তবে সাকিব এবার স্পোর্টিং উইকেটের আশা করছেন, “আমি এখনো দেখিনি (উইকেট)। তবে আমি বিশ্বাস করি ভালোই স্পোর্টিং উইকেট হবে, যেখানে সবার জন্যই কিছু না কিছু থাকবে। আশা করছি, ভালো একটা ম্যাচ দিয়ে বিপিএলের শুরুটা হবে।”
আইপিএলে সাকিব চ্যাম্পিয়ন হয়েছেন দুই বার। বড় তারকার ভিড়ে থেকেও সাত আসরে মাত্র দুইটি আসরে চ্যাম্পিয়ন হলেও নিজের ওপর মোটেও কোনো চাপ নিচ্ছেন না তিনি। বরং সাকিব বলেন, তিনি কখনোই চাপ নেন না।
সাকিবের ভাষ্যমতে, “না ওরকম কোনো চাপ আমার কখনোই মনে হয়নি। এখনো মনে হচ্ছে না। ছয়টা দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে। আমরাও তার ব্যতিক্রম না। হতে পারলে ভালো, তবে না হতে পারলেও তেমন কিছু করার থাকবে না। মাঠে নিজেদের শতভাগ দিয়ে দল হিসেবে খেলতে পারি এবং সাফল্য আনার জন্য যা যা করা দরকার সে কাজগুলো করতে পারি।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।
বিডিক্রিকটাইমের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি।