Scores

ভালো খেলে নিয়মিত হতে চান সানজামুল

আগামী ১৫ জানুয়ারি থেকে  শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক বাংলাদেশের সাথে অপর দুই দল জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। আর এই সিরিজে বাংলাদেশ স্কোয়াডে আছেন বামহাতি স্পিনার সানজামুল ইসলাম। অনেকদিন পর জাতীয় দলে ফেরার  সুযোগকে কাজে লাগিয়ে নিয়মিত হতে চান সানজামুল।

 

Also Read - এনামুল-বাশার বীরত্বে প্রথম টেস্ট জয়ের বর্ণিল স্মৃতি


গত বছর আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছিলেন সানজামুল ইসলাম। কিন্তু মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে  ৫ ওভার বোলিং করে ২২ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন ২টি উইকেট। এরপর আর জাতীয় দলে সুযোগ আসে নি। সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৫ম আসরে ভালো পারফর্ম করে আবার সুযোগ পেয়েছেন জাতীয় দলের ১৬ জনের স্কোয়াডে। বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে ১১ উইকেট পেয়েছিলেন এই বামহাতি স্পিনার।

প্রায় ৮ মাস পর জাতীয় দলের স্কোয়াডে ফিরে নিজের অবস্থান শক্তপোক্ত করার কথা জানিয়েছেন সানজামুল। আজ (বুধবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হোন সানজামুল। দীর্ঘদিন দলে সুযোগ না পাওয়ায় মোটেই হতাশ নন এই ক্রিকেটার,  ‘হতাশা না আসলে। আমি ওখানে একটা ম্যাচ খেলার পর আর সুযোগ পাইনি কন্ডিশনের কারণে। আমি বাইরে বসে থেকে অনেক কিছু শেখার চেষ্টা করেছি। ওটা অ্যাপ্লাই করে এখন সুযোগ পেয়েছি সো দ্যাট, এখন যেন আমি ভালো কিছু করতে পারি। দলে এখন নিয়মিত ক্রিকেটার হতে পারি। এটা আমার টার্গেট।’

আসন্ন ত্রিদেশীয় সিরিজে মূল একাদশে থাকাই সানজামুলের লক্ষ্য পাশাপাশি টাইগার দলে নিয়মিত হতে চান এই বামহাতি স্পিনার,  ‘এটা তো অবশ্যই টার্গেট থাকবে। আমার লক্ষ্য যে এগারোজনে থাকা এবং ওখানে থেকে ভালো খেলে দলে নিয়মিত থাকা।’

উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দলে সাকিব আল হাসানের পাশাপাশি দ্বিতীয় বামহাতি স্পিনার হিসেবে স্কোয়াডে সুযোগ পেয়েছেন সানজামুল ইসলাম।

[আরও পড়ুনঃ ২৫৮ রানে থামলেন মুমিনুল]

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

তামিমের পাশে যাওয়ার সুযোগ সৌম্যর, দূর্ভাগ্য মুশফিকের

ত্রিদেশীয় সিরিজের আফসোস এখনও পোড়ায় মাশরাফিকে

টি-টোয়েন্টিতে ফিরতে চান সাকিব

‘মুশফিক প্রিয় ক্রিকেটার, রুবেল ভালো বন্ধু’

দায়টা কি শুধুই গামিনীর?