Scores

‘ভালো লাগছে, এই তো!’

ভাগ্য খুলে দিয়েছে মুমিনুলের দরজা! শেষ মুহূর্তে জায়গা পেয়েছেন এশিয়া কাপের দলে। এমনভাবে দলে ডাক পাওয়ায় খুব বেশি উচ্ছ্বাস নেই মুমিনুলের। তবে সুযোগ পেলে দলের জন্য পারফর্ম করতে চান এই বামহাতি ক্রিকেটার।

এশিয়া কাপের জন্য অন্যান্য দলগুলো ১৬  সদস্যের স্কোয়াড ঘোষণা করলেও বাংলাদেশ করেছিল ১৫ সদস্যের।মুমিনুল হক স্কোয়াডে না থাকায় অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল। কেননা এ’দলের হয়ে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এই বামহাতি ক্রিকেটার। আয়ারল্যান্ডে ৫ ম্যাচে ৭৪.২৫ গড়ে করেছিলেন ২৯৭ রান।এরপরেও মুমিনুল মূল স্কোয়াডে না থাকায় অনেক প্রশ্ন উঠে!

তবে শেষ পর্যন্ত এশিয়া কাপে বাংলাদেশ দলের সাথেই যাচ্ছেন মুমিনুল। গতকাল (৬ আগস্ট) এশিয়া কাপের স্কোয়াডে যুক্ত করা হয় এই বামহাতি ক্রিকেটারকে। ১৬ সদস্যের দল নিয়েই এশিয়া কাপে যাচ্ছে টাইগাররা। আর বামহাতি ক্রিকেটার বাড়াতেই স্কোয়াডে মুমিনুল। এটা নিশ্চিত করে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, “আমরা ১৬ দলের জন দল নিয়ে এশিয়া কাপে যাচ্ছি। দলের সাথে থাকবেন মুমিনুল। ”

Also Read - এশিয়া কাপ থেকে ছিঁটকে গেলেন আফগান ক্রিকেটার


এদিকে এমনভাবে দলে সুযোগ পাওয়ায় খুব বেশি উচ্ছ্বাস নেই মুমিনুলের। তবে সুযোগ পেলে বড় টুর্নামেন্টে নিজে প্রমাণ করতে চান এই বামহাতি ব্যাটসম্যান। আজ মুমিনুল বলেন, “ভালো লাগছে, এই তো! সামনে বড় টুর্নামেন্ট, ভালো করতে পারলে, দলের জন্য কিছু করতে পারলে অনেক বড় অর্জন হবে আমার জন্য।”

সর্বশেষ এ’দলের হয়ে সিরিজে  ১৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন মুমিনুল। মূলত এই ইনিংসের পর থেকেই তাঁকে দলে ভেড়ানোর আবেদন জোড়ালো হয়। সেই ইনিংস থেকে অনেক কিছু শিখেছেন এই বামহাতি ব্যাটসম্যান।

রেকর্ড গড়া ইনিংসটি নিয়ে মুমিনুল বলেন, “প্রতিটি সিরিজে নতুন কিছু শেখার চেষ্টা করি, উন্নতির চেষ্টা করি। পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করি। কখনো হয়, কখনো হয় না। শুধু ওই ইনিংস না, পুরো সিরিজই আমাকে শিক্ষা দিয়েছে। এ নিয়ে বলতে গেলে অনেক সময় লাগবে। ওই সিরিজে অধিনায়ক হিসেবে খেলেছি। অনেক কিছু শিখেছি। নিজেকে নিয়ে ও দলকে নিয়ে কীভাবে ধারণা পরিষ্কার রাখতে হয়, এটা বুঝেছি। নিজের জন্য নয়, দলকে নিয়ে বেশি চিন্তা করতে হয়। এভাবে খেললে দলের যেমন ভালো হয়, নিজেরও ভালো হয়।”

প্রসঙ্গত, এশিয়া কাপের পূর্বে যেন ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ দল !ইনজুরি সঙ্গী করেই এশিয়া কাপে খেলবেন সাকিব আল হাসান।  এদিকে সাকিবের বিকল্প হিসেবে বিসিবির ভাবনায় ছিল-নাজমুল হাসান শান্ত, কিন্তু ইনজুরিতে পড়েছেন এই ক্রিকেটারও। এর সাথে যুক্ত হয়েছে দেশসেরা ওপেনার তামিম ইকবালের ইনজুরি। তিন বামহাতি ক্রিকেটারকে নিয়ে শঙ্কা থাকায় দলে যোগ করা হয়েছে আরেক বামহাতি ক্রিকেটার মুমিনুল হককে।

[আরও পড়ুনঃ এশিয়া কাপ থেকে ছিঁটকে গেলেন আফগান ক্রিকেটার]

Related Articles

মাধ্যমিকের প্রশ্নপত্রে নিজের নাম দেখে কৃতজ্ঞ তামিম

মেডিকেল রিপোর্টের উপরেই নির্ভর করছে সাকিবের এনওসি

এই মিরাজ অনেক আত্মবিশ্বাসী

মিঠুনের ‘মূল চরিত্রে’ আসার তাড়না

‘আঙুলটা আর কখনো পুরোপুরি ঠিক হবে না’