
নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) গুরুত্বপূর্ণ ম্যাচে চিতন টাইগার্সের মুখোমুখি হয়েছে তামিম ইকবালের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন তামিম।

কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চিতন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে দলটির সংগ্রহ দাঁড়ায় ১৬৪ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন আফগান ক্রিকেটার করিম জানাত। ৩৭ বলের মোকাবেলায় ৩৫ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন আরেক আফগান মোহাম্মদ শাহজাদ। ২৪ বলের মোকাবেলায় ৩২ রান করেন এই ওপেনার।
Tamim scored 40 runs with 5 fours & 1 six
Scorecard- https://t.co/iRMbWi7H2D#EPL2021 pic.twitter.com/to8SJM2Yta
— bdcrictime.com (@BDCricTime) October 4, 2021
এছাড়া অন্যান্যদের মধ্যে সেক্কুগে প্রসন্ন ১১ বলে ২৪ রান করেন। তামিমদের পক্ষে অবিনাশ বোহারা শিকার করেন তিনটি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে তামিম সাবধানী শুরু করলেও তার উদ্বোধনী সঙ্গী প্রদীপ অইরি খেলছিলেন মারকুটে ভঙ্গিতে। উইকেটে থিতু হয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টায় তামিম খেলছিলেন কিছু ঝুঁকিপূর্ণ শট।
আরও পড়ুন : সাকিব ‘লাক্সারি’, দলের গভীরতা বাড়িয়েছে : মরগান
ফলে তিনবার ক্যাচ তুলে দেন তামিম। তবে চিতন টাইগার্সের ফিল্ডাররা তিনটি ক্যাচই হাতছাড়া করায় তামিম ৩ বার জীবন পান। তাতে ইনিংসে নিয়ে যেতে পেরেছেন ৪০ রান পর্যন্ত, পাননি অর্ধশতকের দেখা। ভীম শার্কির বলে বোল্ড হওয়ার আগে ৩০ বলের মোকাবেলায় তামিম হাঁকান ৫টি চার ও ১টি ছক্কা।
তামিমের বিদায়ে ১০৬ রানে ভাঙে ভাইরাহাওয়ার উদ্বোধনী জুটি। ততক্ষণে দল পেয়ে গেছে জয়ের ভিত। অর্ধশতক হাঁকানো প্রদীপ অইরি ৪৩ বলে ৭২ রান করে বিদায় নিলে দায়িত্ব কাঁধে তুলে নেন উপুল থারাঙ্গা।
মাত্র ১৯ বলের মোকাবেলায় ৩টি করে চার-ছক্কায় ৩৯ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ভাইরাহাওয়া জয় পায় ৬ উইকেট ও ১৩ বল হাতে রেখেই। এই জয়ের পর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান তামিমদের।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।