ভিডিও ক্লিপঃ ১১ ছক্কায় লিনের ৯৮ রানের ঝড়
বিগব্যাশের ইতিহাসে একম্যাচে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডের অংশীদার হয়েছেন ক্রিস লিন। আজ (বৃহস্পতিবার) পার্থের বিপক্ষে ম্যাচে ১১ টা ছয় মেরেছেন এই ক্রিকেটার।
বিগব্যাশের ৬ষ্ঠ আসরে ৮০ এর অধিক দুইটি ইনিংস খেললেন এই ২৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। লিনের ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় পেয়েছে তার দল ব্রিসবেন হিট। মাত্র ৪৯ বলে ৩ চার আর ১১ ছক্কায় ৯৮ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েলেন লিন। পাশাপাশি ব্রেন্ডন ম্যাককালামের সাথে করেছেন ১৪৮ রানের পার্টনারশিপ।
১৭৪ রানের লক্ষ্যে ২৬ রানে প্রথম উইকেট হারায় ব্রিসবেন, তবে এরপর আর কোনো উইকেটের পতন হয় নি। ১৫ ওভারেই জিতে দলটি। লিনের ৯৮ ছাড়াও অধিনায়ক ম্যাককালাম করেছেন অর্ধশত। এদিকে ১১ ছয় মেরে বিগব্যাশের ইতিহাসে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্রিস লিন। বিগব্যাশের প্রথম আসরে ১১ ছয় মেরেছিলেন ক্রিস গেইল। এতোদিন একাই এই রেকর্ডের মালিক ছিলেন এই ক্যারিবিয়ান।
Also Read - ভিডিও ক্লিপঃ ভেঙ্গে গেলো ম্যাককালামের ব্যাটদেখুন ভিডিওটি-