ভিডিও: প্রথম ম্যাচে জাহানারার ২ উইকেট
নারী আইপিএল খ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের তৃতীয় আসরের প্রথম ম্যাচে সুপারনোভাসকে ৫ উইকেটে হারিয়েছে ভেলোসিটি। বাংলাদেশি পেসার জাহানারা আলমের দুর্দান্ত বোলিং বড় অবদান রেখেছে দলের রুদ্ধশ্বাস জয়ে।
শারজায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রান জড়ো করে সুপারনোভাস। দলের পক্ষে বলার মত স্কোর করেছেন চামারি আতাপাত্তু ও দলের নেতা হারমানপ্রীত কৌর। আতাপাত্তু ৩৯ বলের মোকাবেলায় করেন ৪৪ রান। ২৭ বলে ৩১ রান করেন হারমানপ্রীত।
Also Read - 'আমার ক্যারিয়ারের সেরা মুহূর্ত এখনো আসেনি'ভয়ংকর হয়ে ওঠার আগেই দুই ব্যাটসম্যানকেই সাজঘরে ফেরান জাহানারা। ৪ ওভার বল করে খরচ করেছেন ২৭ রান। প্রতিপক্ষ দলের সর্বোচ্চ দুই স্কোরারকে সাজঘরে ফিরিয়ে জাহানারা রানের লাগাম টেনে ধরতে সাহায্য করেন। যদিও তার চেয়ে একটি উইকেট বেশি শিকার করেছেন একতা বিশত। দূত উইকেট শিকার করেন লেইঘ কাসপেরেকও। সুপারনোভাসের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন আর মাত্র দুইজন- শশিকলা সিরিবর্ধনে (১৮) ও প্রিয়া পুনিয়া (১১)।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্কোরবোর্ডে কোনো রান যোগ করার আগেই একটি উইকেট হারায় ভেলোসিটি। ওপেনার ডানি ওয়াটের পর সাজঘরে ফেরেন অধিনায়ক মিতালি রাজও। শেফালি ভার্মা ১৭ ও ভেদা কৃষ্ণমূর্তি ২৯ রানে সাজঘরে ফিরলে চাপে পড়ে যায় দল।
তবে সুষমা ভার্মা ও সুন লাসের দৃঢ়চেতা ব্যাটিং দলকে পৌঁছে দেয় জয়ের বন্দরে, ১ বল ও ৫ উইকেট হাতে রেখেই। সুষমা ৩৪ রান করে বিদায় নিলেও লাস মাত্র ২১ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর
টস : ভেলোসিটি
সুপারনোভাস : ১২৬/৮ (২০ ওভার)
আতাপাত্তু ৪৪, হারমানপ্রীত ৩১
বিশত ২২/৩, কাসপেরেক ২৩/২, জাহানারা ২৭/২
ভিডিওঃ জাহানারার প্রথম উইকেট
ভিডিওঃ জাহানারার দ্বিতীয় উইকেট
ভেলোসিটি : ১২৯/৫ (১৯.৫ ওভার)
লাস ৩৭*, সুষমা ৩৪, কৃষ্ণমূর্তি ২৯
খাকা ২৭/২, রাঁধা ২৫/১
ফল : ভেলোসিটি ৫ উইকেটে জয়ী।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।