Scores

ভিডিও: বাটলারকে করা অশ্বিনের মানকাডিং আউট

আইপিএলে রাজস্থান রয়্যালসের জস বাটলারকে মানকাডিং করেছেন কিংস ইলিভেন পাঞ্জাবের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। আর এ ঘটনা ঝড় তুলেছে ক্রিকেটপাড়ায়।

অশ্বিনের মানকাডিং নিয়ে টুইটারে ঝড়

কিংস ইলিভেন পাঞ্জাবের ছুঁড়ে দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল রাজস্থান রয়্যালস। ত্রয়োদশ ওভারের ঘটনা। দুর্দান্ত ব্যাটিং করছিলেন জস বাটলার। তার ব্যাটে চড়ে জয়ের স্বপ্ন দেখছিল রাজস্থান রয়্যালস।
আজিঙ্কা রাহানের সাথে ৭৮ রানের জুটি গড়ার পর সঞ্জু স্যামসনকে নিয়ে বাটলার যোগ করেন ৩০ রান। ১০ চার আর ২ ছক্কা হাঁকানো জস বাটলার অপরাজিত ছিলেন ৬৯ রান করে।

Also Read - ভারত সফরের জন্য হুইলচেয়ার ক্রিকেট দল ঘোষণা


পঞ্চম বল করার সময় নন স্ট্রাইকিং প্রান্তে থাকা জস বাটলার এগিয়ে ছিলেন কিছুটা। সেই সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি রবিচন্দ্রন অশ্বিন। স্টাম্প ভেঙে রান আউট করেন জস বাটলারকে। মানকাডিং হিসেবে পরিচিত এ আউট। রবিচন্দ্রন অশ্বিনের এ কাজের পর টুইটারে এ নিয়ে প্রতিক্রিয়ার ঝড় বইছে।

বাটলারের বিতর্কিত আউটের ভিডিও-

বিতর্কিত আউট নিয়ে অশ্বিনের সমালোচনায় টুইটার প্রতিক্রিয়া-

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

সর্বশেষ আইপিএল ‘শাপে বর’ হয়েছে সাকিবের জন্য!

“বিশ্বকাপে কন্ডিশন নয়, চাপ সামলানোই বেশি গুরুত্বপূর্ণ”

রক্তাক্ত অবস্থাতেও ব্যাটিং করে যাচ্ছিলেন ওয়াটসন

আইপিএল ২০১৯: একনজরে পুরস্কারসমূহ

আইপিএলের শ্বাসরুদ্ধকর ফাইনাল নিয়ে টুইটারে ঝড়