Scores

ভিভোর সাথে চুক্তি বাতিল করবে না আইপিএল

সীমান্তে ভারত আর চীনের দ্বন্দ্বে ভাবনায় পড়েছিল আইপিএল কর্তৃপক্ষ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ভিভো, যা চীনভিত্তিক মুঠোফোন প্রতিষ্ঠান। দুই দেশের সীমান্ত বৈরিতার প্রভাব কি পড়বে আইপিএলে? অবশেষে এই প্রশ্নের উত্তর মিলেছে।

ভিভোর সাথে চুক্তি বাতিল করবে না আইপিএল২০১৮ সাল থেকেই আইপিএলের নামের পাশে আছে ভিভো। করোনার কারণে আইপিএলের যে আসর অপেক্ষমাণ, সেই আসরেও ভিভোই টাইটেল স্পন্সর হিসেবে থাকার কথা। তবে অনেকে দাবি করছিলেন, সীমান্তের দ্বন্দ্বের প্রতিবাদ জানিয়ে আইপিএল থেকে ভিভোকে সরানো হোক।

Also Read - সমস্যা আমার, আমাকেই সমাধান করতে হবে : মোসাদ্দেক

তবে এ মুহূর্তেই আইপিএলের টাইটেল স্পন্সরশিপ থেকে ভিভোকে সরানোর কথা ভাবছে না বিসিসিআই। সরকারের নির্দেশনা ছাড়া ভিভো বা কোনো চীনা প্রতিষ্ঠানকে অব্যাহতি দেওয়ার ইচ্ছা নেই বিসিসিআইয়ের। চলতি বছর ছাড়াও আরও তিন বছরের জন্য আইপিএলের টাইটেল স্পন্সর হিসেবে চুক্তিবদ্ধ রয়েছে ভিভো।

তবে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ ধুমাল জানিয়েছেন, ভবিষ্যতে স্পন্সরশিপের ক্ষেত্রে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে।


তিনি বলেন, ‘আগামী দিনে বোর্ড কোনো সংস্থার সঙ্গে চুক্তি করলে দেশের স্বার্থের কথা সবার আগে মাথায় রাখবে। সীমান্তে ভারতীয় সেনার ওপর চিনের আক্রমণের পর আগামী দিনে যে কোনো চিনা সংস্থাকে বর্জন করার পক্ষে বিসিসিআই। ভারতীয় সংস্থাকেই আগামী দিনে গুরুত্ব দেবে বোর্ড।’

তিনি আরও বলেন, ‘ভিভোর সঙ্গে চুক্তি করেছিলেন বোর্ডের আগের পর্ষদের সদস্যরা। তাই এই চুক্তিকে সম্মান করতে হবে। এই সংস্থার থেকে বোর্ড টাকা পেলে সেই টাকা করের মাধ্যমে দেশের অর্থ ভান্ডারে যাচ্ছে। যা পক্ষান্তরে কিন্তু দেশেরই কাজে লাগছে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 


Related Articles

সিরিজে একাধিক ইঞ্জুরির জন্য আইপিএলকে দায়ী করলেন ল্যাঙ্গার

‘১০’ দল নিয়েই হবে আইপিএল

“ম্যাক্সওয়েল আইপিএলে ফূর্তি করতে যায়, রান করতে না”

আইপিএল শুধুই ‘টাকা’ উপার্জনের কৌশল!

‘ম্যাক্সওয়েল হলো ১০ কোটি রুপির চিয়ারলিডার’