
পাকিস্তান টানা ম্যাচ হারতে থাকায় সমালোচকদের আঙুল উঠেছিল দলীয় অধিনায়ক সরফরাজ আহমেদের ফিটনেসের দিকে। ব্যর্থতার কারণ হিসাবে সবকিছু ছাপিয়ে তার ওজন ও স্থুলকায় ভুঁড়ি নিয়েই কথা হয়েছে বেশি।
পাকিস্তান ক্রিকেটে ঢেলে সাজানোর গুরু দায়িত্ব পেয়েই ক্রিকেটারদের ফিটনেস ঠিক রাখাতে প্রথম নজর দিয়েছেন নতুন কোচ মিসবাহ উল হক। তাদেরকে ওজন কমানোর জন্য খাবার তালিকা থেকে বিরিয়ানি বাদ দেয়ার মত কড়াকড়ি সিদ্ধান্ত নিয়েছে তিনি। সাবেক সতীর্থ ও নতুন কোচের কথা মানতে যেয়ে বেশ বিপাকেই পড়েছেন সরফরাজ।
ওজন কমানোর চেষ্টায় থাকা সরফরাজ সম্প্রতি জানিয়েছেন, তার ভুঁড়ি আগের থেকে কমলেও নাকি তার ওজন কিছুতেই কমছে না! ২০১৭ সালে দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়ে নায়ক বনে যাওয়া সরফরাজ এবার সমালোচনায় বিদ্ধ হয়েছেন তার অতিরিক্ত ওজনের জন্য। নিজ দেশের সমর্থকরায় তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। বিশ্বকাপ চলাকালীন তো এক ব্যক্তি সরাসরিই তার খাওয়া ও ওজন নিয়ে কথা শোনায়।
মূলত বিশ্বকাপ চলাকালীনই তার ওজন নিয়ে বেশি কথা হয়। বিশ্বকাপের আগে ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৫-০ ও ইংল্যান্ডের কাছে ৪-০তে ধবলধোলাই হওয়াসহ টানা এগারো ম্যাচ হার নিয়ে বিশ্বকাপ মিশনে নেমেছিল পাকিস্তান। সরফরাজের চিজবহুল বার্গার কেনার এক ছবি ছড়িয়ে পড়লে ও মাঠেই বিশাল হাই তোলার ঘটনায় তার বিরুদ্ধে আরও ক্ষেপে গিয়েছিল সমর্থকগোষ্ঠী।
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত থেকে অবশ্য আবার জয়ের ধারায় ফিরেছে পাকিস্তান। তবে তাই বলে ওজন নিয়ে প্রশ্নের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাননি সরফরাজ। এই সিরিজ শেষেও এক সাক্ষাৎকারে তাকে ওজন নিয়ে প্রশ্ন করে বসেন এক সাংবাদিক। জবাবে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমি ওজন কমানোর চেষ্টা করছি। ইতোমধ্যে বেশ চর্বি কমিয়ে ফেলেছি। কিন্তু কেন জানি আমার ওজন কিছুতেই কমছে না।’
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।