Scores

ভুল খবরে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ মাশরাফির

করোনা আক্রান্ত মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে ভুল সংবাদ প্রচার করায় হইচই পড়ে গিয়েছিল সমর্থকদের মধ্যে। মাশরাফির শারীরিক অবস্থার অবনতি হয়েছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে- এমন বিভ্রা‌ন্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। তবে করোনায় আক্রান্ত হলেও মাশরাফি এখনো সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।

মাশরাফি ব্রেসলেট

মাশরাফির অসুস্থতা নিয়ে গুজব ছড়ালে তার ভাই মোরসালিন বিন মুর্তজা বিডিক্রিকটাইমকে জানিয়েছিলেন, মাশরাফি সুস্থ রয়েছেন, নেই কোনো শারীরিক জটিলতা। এবার মাশরাফিও জানালেন নিজের সুস্থতার সংবাদ। একইসাথে গুজব ও ভুল তথ্য সম্বলিত খবর বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

Also Read - মাশরাফির সাথে বোলিং করার স্বপ্ন অভিষেকের


ফেসবুকে দেওয়া এক বার্তায় মাশরাফি বলেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পুর্নভাবে ভিত্তিহীন।’

বিভ্রান্ত ও বিচলিত না হওয়ার আহ্বান জানিয়ে মাশরাফি আরও বলেন, ‘কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের সংবাদে আপনারা বিচলিত হবেন না। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায় হোন।’


এর আগে মাশরাফির ভাই মোরসালিন বিডিক্রিকটাইমকে জানান, ‘উনার কোনো সমস্যা নেই। অনেক মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছে। করোনা হলে বুকের এক্সরে করাতে হয়। সেটা ডাক্তারদের পরামর্শ অনুযায়ীই। আমরা সেটাই করাব। এখন উনি ঘুমাচ্ছেন, কোনো সমস্যা নেই।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

স্ত্রীকে সাকিবের চমকপ্রদ ‘ঈদ উপহার’

ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা

ছোটবেলা থেকে পাইলটকে অনুসরণ করতেন সাব্বির

‘সেলেব্রেটিরা বড় কিছু হয়ে গেলে মানুষ পেছনে লাগেই’

করোনা উত্তীর্ণদের নিয়ে শুরু হবে যুবাদের ক্যাম্প