Scores

‘ভুল শুধরে মূল পর্বে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ’

#CT17 #Soumya

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বের খেলা আরম্ভের পূর্বে নিজেদের জ্বালিয়ে নিতে প্রত্যেক দলই পাবে প্রস্তুতি ম্যাচ। নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচেে পাকিস্তানকে ৩৪২ রানের বড় টার্গেট দিয়েও পরাজয়য়ের স্বাদ পায় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বেশ কিছু মিস-ফিল্ডিংও হয়েছে ফিল্ডারদের, যার কারণে খেসারত দিতে হয়েছে দলকে। এই বাজে ফিল্ডিংয়ে কারণ হিসেবে খারাপ আবহাওয়াকেই দুষলেন সৌম্য সরকার।

ইনিংসের শুরুতেই বেশ কিছু ক্যাচ মিস করেছেন বাংলাদেশ দলের ফিল্ডাররা। শেষদিকে মিরাজের হাত ফসকে ক্যাচ ছুটে যাওয়াতে খেসারত দিতে হয় দলকে। এর আগেও ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে মিস-ফিল্ড হয় ক্রিকেটারদের তবে কিউইদের বিপক্ষে ম্যাচ জয়ে ছাপিয়ে যায় সবকিছু। জাতীয় দলের ওপেনার সৌম্য সরকার বলেন,

Also Read - পাকিস্তানের বিপক্ষে পরাজয়ে বিস্মিত কোচও


“আসলে বাজে আবহাওয়ার কারণে এমনটা হয়েছে। কেউই ইচ্ছে করে খারাপ খেলতে চায় নি। ভুল হবেই। আমার মতে কন্ডিশন এবং আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে। সেখানে বায়ুপ্রবাহ ছিল, মাঝেমধ্যে হালকা-পাতলা বাতাশও হচ্ছেছিল। আমার বিশ্বাস কয়েকদিনের মধ্যেই ক্রিকেটাররা এই ধরণের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হবে।”

সৌম্য আরো জানান, নিজেদের অতীতের ভুল শুধরে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল পর্বে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। “আমরা বেশকিছু ভুল করেছি। বেশ কিছু ক্যাচও ফেলেছি এবং স্লগ ওভারে প্রয়োজন মতো খেলতে পারিনি। শুরুতে বড় সংগ্রহের পরও শেষের দিকে এসে রানের চাকা কিছুটা ধীর গতির হয়েছে। বর্তমানে এইগুলো নিয়ে আমরা কাজ করছি। আমার মনে হয়না মূল পর্বে এই ধরণের ভুল আবারো দেখতে পারবেন।”

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

চ্যাম্পিয়ন্স ট্রফির কফিনে আইসিসির পেরেক

‘বিসিবি-ক্রিকেটাররা সবাই আমার মস্তিষ্কে সারাজীবন থাকবে’

ভারতকে টপকে ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

ভারত আয়োজন না করলে টি-২০ বিশ্বকাপ বাংলাদেশে?

‘আন্ডারডগ’ নয় পাকিস্তান?