Score

‘ভেন্যু নিয়ে কোনো সমস্যা নেই’

২০১৫ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সমঝোতা চুক্তি অনুযায়ী উত্তর প্রদেশের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডকে নিজেদের ‘ঘরের মাঠ’ হিসেবে ব্যবহার করে আসছে আফগানিস্তান। বিসিসিআইয়ের অনুমতি সাপেক্ষে দেরাদুন হচ্ছে আফগানদের ‘দ্বিতীয় ঘরের মাঠ’। উত্তরাখন্ডের এ ভেন্যুতেই জুনের প্রথম সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে একটি সিরিজ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান।

প্রধান কোচের ভূমিকায় এখনই নয়

গত কিছুদিন আগেই বিসিবি সভাপতি অবশ্য জানান ভেন্যু নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সমস্যা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিজেই।

Also Read - বাড়ছে ক্রিকেটারদের বেতন-ভাতা

ভেন্যু পরিবর্তনের পেছনে জুনের শেষ সপ্তাহে বাংলাদেশের উইন্ডিজ সফরের কারণও রয়েছে বলে এসময় ব্যক্ত করেন বিসিবি প্রধান। আফগানিস্তান সিরিজ যেহেতু উইন্ডিজ সিরিজের প্রস্তুতির জন্য আয়োজন করা তাই বিসিবির চাওয়া উইন্ডিজের মতো কোনো কন্ডিশনে খেলার।

শুক্রবার গণমাধ্যমকে বিকল্প ভেন্যুর কথা জানিয়ে তিনি বলেন, ‘আফগানিস্তান সিরিজ ঠিক হয়ে গেছে। তাদের ভেন্যু ঠিক করতে বলেছি। সঙ্গে একটি বিকল্প ভেন্যুও রাখতে বলেছি। বিকল্প হিসেবে বেঙ্গালুরুর কথা বলেছি। এটা হলে ভালো হয়। এখানে বিসিসিআইয়ের ভূমিকা আছে (যেহেতু দুই দল সিরিজটা খেলবে ভারতে)। এই সিরিজের পরপরই আমাদের যেহেতু পূর্ণাঙ্গ সফরে ওয়েস্ট ইন্ডিজে যেতে হবে, খেলোয়াড়দের যাতায়াতের সুবিধা হয়, এমন ভেন্যু বিবেচনা করতে তাদের বলেছি।’

বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশ বেঙ্গালুরুই নয় বরং কলকাতার ইডেন গার্ডেনে হলেও খেলতে রাজি আছে জানিয়ে এসময় তিনি আরও বলেন, ‘দেরাদুন ঠিক আছে। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে যাতায়াতে সুবিধা হয়, আমরা এমন ভেন্যুতে খেলতে চাচ্ছি। যদি ইডেন গার্ডেনে হয়, তাহলে আরও ভালো হয়। আমরা কথা বলছি। আশা করি এখানে বিসিসিআই আমাদের সহায়তা করবে।’

অন্যদিকে ১৬ই এপ্রিল আজ বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খান জানালেন ভিন্ন কথা। আকরাম খান আজ দুপুরে সংবাদমাধ্যমকে বললেন, ‘যত দূর জানি ভেন্যু নিয়ে কোনো সমস্যা নেই। আমরা কোন সংস্করণে খেলতে চাই সেটাই হচ্ছে ব্যাপার। ওরা ওয়ানডে খেলতে চায়। আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। আমরা আমাদের সুবিধা অনুযায়ী খেলতে চাইব।’

উল্লেখ্য, আফগানিস্তান সফর শেষ করেই পূর্ণাঙ্গ সিরিজের জন্য উইন্ডিজের উদ্দেশে উড়াল দিবে টাইগাররা।

আরও পড়ুনঃ বাড়ছে ক্রিকেটারদের বেতন-ভাতা

Related Articles

আকরাম খান বাজাবেন আলোচিত সেই ঘণ্টা

সাকিবের অনুমতি চাওয়ায় অবাক হয়েছে বোর্ড

জিম্বাবুয়ে সিরিজে টাইগারদের ম্যানেজার আকরাম খান

এই সপ্তাহেই আসছেন মনোবিদ

ক্রিকেটারদের মানসিক দৃঢ়তা বাড়াতে মনোবিদের শরণাপন্ন বিসিবি