Scores

ভোরে শুরু হচ্ছে ওয়েলিংটন টেস্ট

স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শুরু হবে শুক্রবার (৮ মার্চ)। ভোর চারটায় শুরু হতে যাওয়া ম্যাচটির ভেন্যু ওয়েলিংটন।

ভোরে শুরু হচ্ছে ওয়েলিংটন টেস্টএই ম্যাচের আগে ফুরফুরে মেজাজে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টে কেন উইলিয়ামসনের দল জিতেছে বড় ব্যবধানে। এর আগে ওয়ানডে সিরিজেও রীতিমত পাত্তা পায়নি বাংলাদেশ। নিউজিল্যান্ডের স্বস্তির সময়ে তাই বাংলাদেশ দল পার করছে দুঃসময়।

Also Read - অধিনায়কের কাছে শুরুটাই গুরুত্বপূর্ণ

নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচেই হার এড়াতে পারেনি বাংলাদেশ। এমনকি ড্র হয়নি কোনো টেস্টও। ওয়েলিংটন টেস্ট তাই টাইগারদের জন্য বড় চ্যালেঞ্জ। হোম এডভান্টেজ লাজে লাগিয়ে আরও একটি জয় তুলে নিতে এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে নিউজিল্যান্ড। অন্যদিকে অনেকটা নিশ্চিতভাবেই পরিবর্তন আসছে বাংলাদেশের একাদশে।

ইনজুরির কারণে এই ম্যাচেও খেলা হবে না বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের। চোটের কারণে আগে থেকেই নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, তাই মাহমুদউল্লাহ রিয়াদই ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন। ছোটখাটো চোটে ভোগা তামিম অবশ্য মাঠে নামার কথা রয়েছে। আর প্রথম ম্যাচের একাদশে না থাকলেও এই ম্যাচের একাদশে জায়গা পাবেন মুস্তাফিজুর রহমান। তাকে সহ চার স্পেশালিষ্ট পেসার নিয়ে সাজানো হতে পারে বাংলাদেশের একাদশ।

সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। স্বাগতিক দলের অলরাউন্ড পারফরম্যান্সে টাইগাররা ঐ ম্যাচ হারে ইনিংস ও ৫২ রানে। ঐ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ-

নিউজিল্যান্ড: জিত রাভাল, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র‍্যান্ডহোম, টড এসেল, টিম সাউদি, নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, খালেদ আহমেদ, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।


Related Articles

‘অসাধারণ, প্রকাশ করার মতো না’- তামিমের নেতৃত্ব নিয়ে সাইফ

রশিদের অলরাউন্ড নৈপুণ্যে হোয়াইটওয়াশ আয়ারল্যান্ড

‘আমরা যেমন একজনকে খুঁজছিলাম, হাসান ঠিক তেমনই’

টাইগারদের পারফর্মে ‘৮৫’ শতাংশ খুশি তামিম

আইপিএলের জন্য পিছিয়ে গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল