Scores

ভয়ঙ্কর পিচের কারণে খেলা পণ্ড!

ক্রিকেট মাঠের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ পিচ। দুই দলের মনোযোগ বা তীক্ষ্ণ দৃষ্টি এই পিচেই। কিন্তু পিচই যেন কখনো কখনো হয়ে উঠে মরনফাঁদ! যেমন হয়েছে শেফিল্ড শিল্ডে।

nobel.mcj@hotmail.com

অস্ট্রেলিয়ার জনপ্রিয় এই ঘরোয়া আসরে শনিবার (৭ ডিসেম্বর) মুখোমুখি হয়েছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়া। তবে ম্যাচ শুরু হওয়ার পর প্রথম দিনের অর্ধেকও খেলা যায়নি। ম্যাচের ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচের অদ্ভুত ও ভয়ঙ্কর আচরণের কারণে দিনের খেলা স্থগিত ঘোষণা করা হয়।

Also Read - এক দশক পর টেস্ট দলে ফাওয়াদম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়ার পেসারদের বাউন্স সামলাতে হিমশিম খাচ্ছিলেন দলের ব্যাটসম্যানরা। খানিক পর সবাই বুঝতে পারেন- উইকেট মোটেই স্বাভাবিক আচরণ করছে না।

দিনের খেলার ৪০তম ওভার চলাকালে দুই অন ফিল্ড আম্পায়ার ফিলিপ গিলেস্পি ও জিওফ জশুয়া খেলোয়াড়দের নিয়ে মাঠ ছেড়ে চলে যান। ৩৯.৪ ওভার খেলা হয়েছে, তাতে ৩ উইকেট হারিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৮৯ রান।

পিচের অদ্ভুত আচরণের কারণে বিপজ্জনক বাউন্স সামলাতে হয়েছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। শন মার্শ ও মার্কাস স্টয়নিস একাধিকবার আঘাতও পেয়েছিলেন।

তিন সপ্তাহ পর বক্সিং ডে টেস্টে নিউজিল্যান্ড মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়ার, এই ভেন্যুতেই। শেফিল্ড শিল্ডের এই ঘটনা তাই কিউই ও অজি ক্রিকেটারদের আতঙ্কিত করতেই পারে।

অবশ্য দ্বিতীয় দিন থেকে যাতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও ভিক্টোরিয়ার ম্যাচ মাঠে গড়ানো যায়, এজন্য ব্যস্ত সময় পার করছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজির কিউরেটররা।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

আইপিএল মামলায় মীমাংসা পাচ্ছেন স্টার্ক

টি-২০ বিশ্বকাপ নিয়ে মুখোমুখি অবস্থানে ভারত ও অস্ট্রেলিয়া

অবসরের আগে স্মিথের ‘দুই লক্ষ্য’

আইপিএলকে ‘না’ বলায় কোনো আক্ষেপ নেই স্টার্কের

স্থগিত আরেকটি সিরিজ, খুলে গেল আইপিএলের দুয়ার